Chhaava box office collection day 2: ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা অভিনীত লক্ষ্মণ উতেকারের ‘ছাবা’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্যাকনিলকের মতে, ছবিটি ভারতে ৬০ কোটি টাকারও বেশি নেট সংগ্রহ করেছে। এটি উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী আয় মিলিয়ে ৫০ টাকা আয় করে।
ছাবা-র বক্স অফিস কালেকশন
ওয়েবসাইটটি জানিয়েছে যে ছাবা তার প্রথম শনিবারে ভারতে ৩৬.৫ কোটি টাকা নেট সংগ্রহ করেছে, যার ফলে তার দু'দিনে ছবির দেশব্যাপী মোট আয় ৬৭.৫ কোটি টাকা হয়েছে। মুক্তির প্রথম দিনে, ঐতিহাসিক অ্যাকশন ফিল্মটি ৩১ কোটি রুপি আয় করেছিল, যা যে কোনও ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য সর্বোচ্চ। সিনেমাটির হিন্দি সংস্করণের সামগ্রিক দখল ছিল ৪৪.১৮%। অক্ষয় কুমারের স্কাই ফোর্সকে ছাড়িয়ে ছাবা বর্তমানে ২০২৫ সালের সবচেয়ে বড় উদ্বোধনী সিনেমা হয়ে উঠেছে। স্কাই ফোর্স খাতা খুলেছিলেন ১৫.৩০ কোটি দিয়ে।
ছাবা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন
জানা যাচ্ছে যে, ২ দিনে ছাবা বিদেশের বাজারে ২ মিলিয়ন ডলার (১৮-১৯ কোটি টাকা) এরও বেশি আয় করেছে। আর এই কালেকশন যোগ করলে, বিশ্বব্যপী সিনেমার আয় ১০০ কোটি টাকার মতো।
সঙ্গে জানা যাচ্ছে যে, ছাবা মহারাষ্ট্রে দারুণ ব্যবসা করেছে। শিবাজির পুত্র এবং কিংবদন্তি শাসক মারাঠা ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের চাহিদা এত বেশি যে, মুম্বই ও পুণের সিনেমা হলগুলিতে মাঝরাতের শো চালু হয়েছে।
ছাবা সম্পর্কে:
ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং সম্রাট ওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ও দিব্যা দত্ত। চলচ্চিত্রটির সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পেয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলা অনুসারে ছাবা-র রিভিউ, ‘ছাবা ছবির প্রথম ভাগ বেশ দুর্বল। স্লো। গল্পের বুননও তেমন জমাট নয়। তবে শেষ ভাগে কিন্তু গোটা ছবিটাই বদলে গেল। টানটান গল্প, অ্যাকশনের মধ্যে দিয়ে এগিয়ে চলে ছবির দ্বিতীয় ভাগ। তবে চিত্রনাট্য দুর্বল হলেও নজর কাড়ল গোটা ছবির প্রতিটি অ্যাকশন দৃশ্য। ডিটেলে প্রতিটি অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। কোথাও কোথাও রিপিটেশন মনে হলেও, জলের মধ্যে দিয়ে আচমকা উঠে লড়াই বা গাছ থেকে ঝুলে ঝুলে লড়াই করার দৃশ্য নজর কাড়তে বাধ্য। তালিকায় থাকবে সম্ভাজি মহারাজের জীবনের শেষ লড়াইয়ের সিকোয়েন্সটিও।’