বাংলা নিউজ > বায়োস্কোপ > Chhavi Mittal: ‘আমার স্তনকে পণ্য বানিয়েছে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ব্রেস্ট ক্যানসার-জয়ী ছবির

Chhavi Mittal: ‘আমার স্তনকে পণ্য বানিয়েছে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ব্রেস্ট ক্যানসার-জয়ী ছবির

স্তন নিয়ে কটাক্ষে কড়া জবাব দিলেন ছবি। 

বছরশেষে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন ছবি মিত্তল। সেখানে তাঁর বিকিনি লুক দেখে হয় নানা রকমের চর্চা। তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। 

দিনকয়েক আগেই ক্যানসারকে জয় করেছেন অভিনেত্রী ছবি হুসেন। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ। বছর শেষে ঘুরতে যাওয়ার ছবিতে বিকিনি পরে সামনে এসেছিলেন। সেই ছবিতে হওয়া কটাক্ষ, অসংবেদনশীল মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন ছবি। 

সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে একটি পোস্ট করেন ছবি। সঙ্গে তুলোধনা করেন তাঁদের যারা এই ধরনের ‘অসংবেদনশীল’ মন্তব্য করেছেন তাঁর ছবিতে। 

ছবি লিখলেন, ‘হ্যাঁ এই ধরনের অসংবেদনশীলতা এখনও ঘটে। আমি সম্প্রতি সমুদ্রসৈকত থেকে কিছু ছবি/রিল পোস্ট করেছিলাম এবং এই মন্তব্যটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমার স্তন এখানে একটি পণ্যের মতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি কি এটা বলে শুরু করতে পারি যে আমি একজন স্তন ক্যান্সারের রোগী। বেঁচে আছি এবং এই অঙ্গটিকে বাঁচিয়ে রাখার জন্য খুব কঠিন লড়াই করেছি। যদিও আমি বিষয়টি নিয়ে চারপাশের মানুষের কৌতূহল সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি, তবে একটু সংবেদনশীলতা খুব একটা আঘাত করে না, তাই নয় কী? এই ব্যক্তি এমন পর্যায়ে চলে গেছে এই বলে, 'সেলিব্রিটিরা এই ধরনের মন্তব্যে অভ্যস্ত।’

ছবি এরপর যোগ করেন, ‘মনে রাখবেন সেলিব্রিটিরাও মানুষ। স্বাভাবিক মানুষের মতোই তাদের আবেগ আছে। তারা সাধারণ মানুষের মতো ক্যান্সারে আক্রান্ত হয়। তারা সাধারণ মানুষের মতো বেঁচে থাকে বা আত্মহত্যা করে। তাই বেঁচে থাকার সবচেয়ে বড় লড়াই সম্পর্কে এই ধরনের অসংবেদনশীল মন্তব্য কেউই ‘অভ্যস্ত নয়’ ৷ কিন্তু মহিলাদের বুঝতে সাহায্য করার জন্য বলছি স্তন ক্যানসারের সার্জারি কীভাবে হয়... লুম্পেক্টমি ছিল (আমার ছিল), তারা শুধু পিণ্ডটি সরান (পুরো স্তন নয়)। ম্যাস্টেক্টমিও আছে, যেখানে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে পুরো স্তন বাদ দেওয়া হয়। এটি অনেক পরবর্তী পর্যায়ে ঘটে। (এটি এড়াতে নিজেকে সময়মতো পরীক্ষা করান)। এটা পুনর্গঠন করা যায়। স্তনগুলিকে আগের মতো দেখতে আমারও এরকম পুনর্গঠন অস্ত্রোপচার হয়েছিল। এবং না, আমার সিলিকন দরকার পড়ে না।’

সঙ্গে ছবি নিজের পোস্টে ধন্যবাদ জানান তাঁদের যারা এই ধরনের কমেন্টের বিরুদ্ধে গলা তুলেছেন। 

বন্দিনী ধারাবাহিক দিয়ে বিখ্যাত হয়েছিলেন ছবি। এখন তাঁকে দেখা যায় ইউটিউব চ্যানেল এসআইটি-তে। ২০২১ সালে স্তন ক্যানসার ধরা পড়ে ছবির। ২০২২ সালে হয় অপারেশন। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.