বাংলা নিউজ > বায়োস্কোপ > Chhavi Mittal: ‘শিশু নির্যাতন!’, সন্তানের ঠোঁটে চুমু, ট্রোলের মুখে ছবি মিত্তল, দিলেন পালটা জবাব

Chhavi Mittal: ‘শিশু নির্যাতন!’, সন্তানের ঠোঁটে চুমু, ট্রোলের মুখে ছবি মিত্তল, দিলেন পালটা জবাব

ছেলে-মেয়ের ঠোঁটে চুমু খেয়ে ট্রোলের মুখে ছবি মিত্তল। 

সন্তানের ঠোঁটে চুমু খেয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে অভিনেত্রী ছবি মিত্তল। দিলেন কড়া জবাব।

অভিনেত্রী ছবি মিত্তল সোশ্যাল মিডিয়ায় খুব এক্টিভ। নিজের রোজনামচার নানা মুহূর্ত অভিনেত্রী শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে ভ্লগিংও করেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলরকে দিলেন কড়া জবাব, যিনি তাঁর বিরুদ্ধে এনেছিলেন ‘শিশু নির্যাতন’-এর অভিযোগ। কারণ ছবি তাঁর সন্তানদের চুমু খাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। ছবির দুই সন্তানের নাম আরিজা ও আরহান। 

তিনি কমেন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা, ‘থাম্বনেইলের ছবির জন্য ডিজলাইক দিলাম। আমাদের বাচ্চাদের এভাবে চুম্বন করা উচিত নয়। আমার কাছে এটি শিশু নির্যাতন। দুঃখিত।’ তবে কিছুক্ষণের মধ্যেই অধিকাংশ এগিয়ে আসেন ছবির সাপোর্টে। এই ঘটনায় এক নেটনাগরিক মন্তব্য করেন, ‘ভাবলে অবাক লাগে কিছু মানুষের মা কীভাবে তাঁর বাচ্চাকে আদর করবে তা নিয়েও বক্তব্য থাকে!’ আরও পড়ুন: ‘ঢুকলেই গুলি’, কঙ্গনা রানাওয়াতের বাড়ির নামের ফলক দেখে নেটপাড়া বলছে ‘লেডি ডন’!

ট্রোল করে আসা মন্তব্যটির স্ক্রিনশট শেয়ার করে ছবি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এই ট্রোলের মন্তব্যের প্রতিবাদে আমার সমর্থনে যে মন্তব্যগুলি এসেছে তা কেবল আমার সমর্থনে নয়, মানবতার সমর্থনে। ভালবাসা, অকল্পনীয় ভালবাসা।’ আরও পড়ুন: তিন মাস হতেই স্লট বদল, রাত থেকে দুপুরের স্লটে পাঠানো হচ্ছে জি বাংলার এই মেগা?

অভিনেতা নিজের সন্তানদের চুমু খাওয়ার আরও বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমার দুটি বাচ্চার ঠোঁটে তাদের মুখে চুমু খাওয়ার আরও কয়েকটি ছবি শেয়ার করছি, কারণ আমি জানি না কীভাবে তাদের প্রতি আমার ভালবাসার সীমা নির্ধারণ করা যায়। আমিই ওদের ভালোবাসা দেখানোর বিষয়ে রাখঢাক করতে শেখাইনি আর ওরাও সেটা অক্ষরে অক্ষরে মেনে চলে। আমি ওদের সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকতে শিখিয়েছি যারা ওদের আঘাত করে। আমি একজন অভিভাবক হিসেবে জানতে চাই আপনাদের প্রেমের ভাষা কী? আমাকে বলুন।’

ছবি মিত্তাল ২০০৪ সালে পরিচালক মোহিত হুসেনকে বিয়ে করেছিলেন। তারা ২০১২ সালে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানায়। তাদের ২০১৯ সালে আরহানের জন্ম হয়। টলতি বছরের শুরুতে, ছবি আর মোহিতের চুমু খাওয়ার ছবি নিয়েও এরকমই ট্রোলিং হয়েছিল। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন