অস্কারের জন্য মনোনয়ন পেল কন্নড় ভাষায় তৈরি পরিচালক চিদানন্দ এস নায়েকের শর্ট ফিল্ম ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবিটি। স্বল্পদৈর্ঘ্যের এই ছবি ভারতের লোককাহিনির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবেও পাঠানো হয়েছিল এই সিনেমাটি। সেখান থেকে লা সিনে পুরস্কার জিতেছিল শর্ট ফিল্মটি। এবার ফের এক নতুন শিরোপার আশায় পাড়ি দিল কন্নড় ভাষার শর্ট ফিল্ম।
আরও পড়ুন - ছটপুজোর প্রসাদ কমবেশি অনেকেই খেয়েছেন! কিন্তু ছট শব্দের অর্থ কি জানেন
শর্ট ফিল্ম বিভাগে মনোনীত
চিদানন্দ এস নায়েক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-এফটিআইআই-এর ছাত্র ছিলেন। তবে আর তাঁর পড়াশোনা ছিল ডাক্তারি নিয়ে। মাইসোর মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের ছাত্র ছিলেন চিদানন্দ। সেই পড়াশোনা শেষ করার পর আর ডাক্তারির দিকে যাননি। সিনেমার প্রতি আকর্ষণ নিয়েই ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে। সেখান থেকে ফিল্ম ডাইরেকশনের কোর্স শেষ করেন চিদানন্দ।
আরও পড়ুন - SBI থেকে ‘উপহারের’ মেসেজ, লিঙ্ক ক্লিক করতেই গায়েব লক্ষ টাকা! সাবধান হবেন কীভাবে
আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন পরিচালক
এখনও পর্যন্ত তিনটি নমিনেশন পেয়েছে তাঁর তৈরি চলচ্চিত্র। ২০২২ সালে বেজিং ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভালে তাঁর তৈরি ‘তৃষ্ণা’ মনোনীত হয়। মনোনয়ন পেয়েছিলেন গোল্ডেন ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডের জন্য। ২০২১ সালে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে হুইস্পার অ্যান্ড ইকোসের জন্য নমিনেশন পান চিদানন্দ। বেস্ট শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল তাঁর সিনেমা। এরপর ২০২৩ সালে কেরলের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভালে নমিনেশন পেয়েছিল তাঁর ‘ভুলে চুকে তুলেস’। বিভাগ ছিল শর্ট ডকুমেন্টারি ফোকাস।
কানে সেরার শিরোপা জেতে এই চলচ্চিত্র
চলতি বছরের গোড়ায় কান চলচ্চিত্র উৎসবে সিনেফনডেশন অ্যাওয়ার্ড জিতে নেয় চিদানন্দের ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’। এরপর এই সিনেমাটি অস্কারের জন্যও পাঠানো হয়। বছর শেষের আগেই মিলল সেই নিয়ে সুখবর। অস্কারের জন্য মনোনীত হল কন্নড় ভাষায় তৈরি শর্ট ফিল্মটি।