স্টারকিড মানেই ফ্যান্সি নাম। তবে সেই নামের পিছনে লোকানো থাকে গূঢ় অর্থ। চলুন আজ সেগুলোই জেনে নেওয়া যাক-
1/8নিজেদের নামের সঙ্গে মিলিয়ে কখনও ছেলে-মেয়েদের নাম রাখেন বলি-তারকারা। কখনও আবার সেই নাম হয় খুব ফ্যান্সি। তবে নামের অর্থও কিন্তু হয় গভীর। চলুন জানুন কোন তারকা-সন্তানের নামের অর্থ কী।
2/8অক্ষয়-টুইঙ্কলের ছেলে আরভের থেকে মেয়ে নিতারা ১০ বছরের ছোট। সেভাবে সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়ের ছবি শেয়ার করেন না এই তারকা দম্পতি। অবশ্য মাঝেমাঝে টুইঙ্কলের সোশ্যাল মিডিয়ায় ঝলক মেলে নিতারার। মেয়ের নামের অর্থ একবার নিজেই শেয়ার করেছিলেন অক্ষয়-পত্নী, যা হলে ‘having deep roots’ অর্থাৎ যার শিকড় অনেক গভীর।
3/8অনুষ্কা-বিরাট চান না তাঁদের মেয়ে ভামিকার ছবি সামনে আসুক। আসলে সব ধরনের মনযোগ থেকে তাঁরা দূরেই রাখতে চান মেয়েকে। বলে রাখি দেবী দূর্গার আরেক নামে মেয়ের নাম রেখেছেন এই দম্পতি।
4/8জনপ্রিয়তায় করিনা-সৈফের থেকে কোনও অংশে পিছিয়ে নেই তৈমুর। ছেলের নাম মুসলিম শাসকের নামে রাখা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি বেবোকে। তবে করিনা কিন্তু জানিয়েছিলেন তাঁর বড় ছেলের নামের অর্থ ‘লোহা’। এরপর ছোট ছেলের ভালো নাম জাহাঙ্গীর আর ডাক নাম জেহ রাখেন করিনা। ‘জেহ’ শব্দের ল্যাটিন অর্থ নীল পালকের পাখি।
5/8বিশেষ অর্থ আছে কিং খানের ছোট ছেলে আব্রামের নামেরও। সর্বধর্ম সম্বন্বয়ের বার্তাই দিতে চেয়েছেন শাহরুখ আর গৌরি। ইহুদি ভাষায় হজরত ইব্রাহিম–এর আরেক নাম ইব্রাহিম (আব্রাহাম)। আর রামের নাম মিলিয়ে আব্রাম নামখানা রাখা হয়েছে।
6/8অভিষেক এবং ঐশ্বর্য মেয়ের নামেও রেখেছেন আধ্যাত্মিক ছোঁয়া। আরাধ্যা নামের অর্থ হল পুজো করা।
7/8সারোগেসির সাহায্য নিয়ে মেয়ে সামিশাকে ঘরে আনেন শিল্পা। অভিনেত্রী জানিয়েছিলেন মেয়ের নামের অর্থ। শিল্পা জানান সা সংস্কৃত শব্দ, যার অর্থ 'আছে' আর 'মিশা' রাশিয়ান শব্দ, যার অর্থ 'ইশ্বরের মতো কেউ'।
8/8নীল নীতিন মুকেশ ও তাঁর স্ত্রী রুক্মিণী মেয়ের নাম রেখেছেন নুরভি। আর এই নামের সংস্কৃত অর্থ হল মূল্যবান।