গত ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের মা হন ইয়ামি গৌতম। পুরাণ মেনে ছেলের নাম রাখেন বেদাবিদ। দেখতে দেখতে ইয়ামি-আদিত্যর ছেলের বয়স এখন ৬মাস। মা হওয়ার পর ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রথম শিশুদিবস উদযাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা শেয়ার করলেন ইয়ামি।
HT City-কে ইয়ামি গৌতম বলেন, ‘আমার তো এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি মা হয়ে গিয়েছি! বিশেষত যখন কারও সঙ্গে কথা বলার সময় বেদাবিদকে যখন আমার পুত্র বলে সম্বোধন করতে হয়। সেই সময়েই যেন একটু জোরেই কথাটা বলে ফেলি।’
মা হওয়ার পর জীবন বদলে যায়। এবিষয়ে ইয়ামি গৌতম বলেন, 'অবশ্যই। আমার মনে আছে যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম সেদিন সবাই বাচ্চাকে দেখতে চাইছিল। বুঝতেই পারছেন, ঠিক যেমনটা সব পরিবারে ঘটে। তবে সেসময় আমি একটু সময় নিয়ে আদিত্যর পাশে বসলাম। বললাম,আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা করব, তবে সেই মুহুর্তের ঠিক আগে আমার জীবন কেমন যেন ঝাপসা বলে মনে হচ্ছিল! তাই কোনও মহিলা যে শুধু একটা শিশুর জন্ম দিচ্ছেন তা নয়, তার নিজের সত্তার জন্ম দিচ্ছেন। আর এটা অত্যুক্তি নয়। সবকিছু- মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ওই এক মুহূর্তে বদলে যায়।’
এদিন ছেলের নাম 'বেদাবিদ' করা নিয়েও মুখ খুলেছেন ইয়ামি। অভিনেত্রী বলেন, ‘এই নামটা এক্কেবারেই অন্যরকম। এটা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের একটা নাম। আর বেদাবিদ অর্থ হল যিনি সমস্ত বেদ জানেন।' এরপরই মজা করে বলেন, ‘তাহলেই বুঝতে পারছেন, ওর উপর কতটা চাপ রয়েছে! (হাসি)’। ইয়ামি ফের বলেন, আমি আদিত্যকে বলেছিলাম 'এখন প্রতিদিন আমার ছেলের জন্য নতুন ডাকনাম তৈরি হচ্ছে। তবে যে নামটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে তা হ'ল জেডি- জুনিয়র ধর! আমার গর্ভাবস্থায় একদিন আমরা যখন একটি সিনেমা দেখছিলাম তখন আমার ভাই ওজাস সেটা নিয়ে এসেছিল। নামটা আমার খুব পছন্দ হয়েছিল। সবাই তাই যখন জিজ্ঞেস করছিল, মেয়ে হলে কী নাম হবে? আমি বলেছিলাম, বাচ্চাকে জেডি বলে ডাকব'। হাসতে হাসতে কথাগুলি বলছিলেন ইয়ামি।
সন্তানকে মানুষ করতে নিজেকে ঠিক কীভাবে তৈরি করেছেন? এবিষয়ে ইয়ামি বলেন, তিনি অনেকরকম বই পড়েছেন। যতরকম ভাবে সন্তানের আগমনের জন্য প্রস্তুত হওয়া যায়, সেভাবেই চেষ্টা করছেন। ইয়ামির কথায়, ‘আক্ষরিক অর্থেই প্রতিদিন শিখছি। এটার জন্য কেউ কাউকে প্রস্তুত করতে পারে না। আপনি যত বেশি সময় ব্যয় করবেন ততই শিখবেন। আমি চেষ্টা করি সব কিছুতেই ইন্টারনেট না খুলতে। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হল মা, আর এই মায়েদের তৈরি করার জন্য ঈশ্বরকে সত্যিই ধন্যবাদ! এবিষয়ে আমার মা অঞ্জলি আমাকে অনেক সাহায্য করে চলেছেন। এসব মায়ের কাছে যেন কোনও বিষয়ই নয়। আমি প্রতিদিন ভাবি, যে মা না থাকলে আমি যে কী করতাম! আমি এখন প্রাপ্তবয়স্ক, এবং একজন মা, তবুও আমি আবারও একবার সেই সবকিছুর জন্য মায়ের কাছেই ফিরে এসেছি!’
ইয়ামির স্বামী আদিত্য ধর বর্তমানে তার পরবর্তী ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তিনি তিনি বাবার দায়িত্ব কীভাবে করছেন? তিনি কি ন্যাপি বদলাচ্ছেন? ইয়ামির কথায়, ও এক্কেবারে সন্তানের জন্য নিবেদিত প্রাণ। ও ঢেকুর (শিশুদের ঢেকুর তোলানো) বিশেষজ্ঞ। বেদাবিদ বাবাকে খুব ভালোবাসে। ও আদিত্যর সঙ্গে খেলে! হ্য়াঁ, এখন অবশ্য আদিত্যর ছবির কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে যখনই সময় পান, আদিত্য ছেলেকে সেটা দেন। এতে ছেলেও খুব খুশি হয়।'
প্রসঙ্গত, ২০২১এর ৪ঠা জুন হিমাচলপ্রদেশে সাদামাটা ভাবেই বিয়ে সারেন ইয়ামি-আদিত্য। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটেই মন দেওয়া-নেওয়ার পর্ব সেরেছিলেন দুজনে। চুপিচুপি বিয়ের পর চলতি বছরই বাবা-মা হয়েছেন তাঁরা।