প্রকাশ্যে এল চিনি ২ -এর অফিসিয়াল পোস্টার। অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার আবার জুটি বেঁধেছেন এই ছবিতে তবে নতুন করে, নতুন রূপে। এখানে তাঁদের আর মা মেয়ের চরিত্রে দেখা যাবে না। তাহলে কোন রূপে ধরা দেবেন তাঁরা?
সদ্য প্রকাশে আসা চিনি ২ -এর পোস্টারে অপরাজিতাকে একটি নীল শাড়িতে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁকে জড়িয়ে ধরে আছেন মধুমিতা। তাঁর পরনে একটি ক্রপ টপ, প্যান্ট এবং বিশালাকার চশমা। এসভিএফের প্রযোজনায় মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের চিনির পরের কিস্তি কিন্তু সিক্যুয়েল নয়, চিনি ২। চিনি দিয়েই লেখা এই ছবির নাম। শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি এই ছবির নিবেদন করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন মৈনাক মজুমদার। হইচইতে পরবর্তীতে দেখা যাবে এই ছবিতে।
চিনিতে মা মেয়ের এক নিখুঁত সম্পর্কে ফুটে উঠেছিল। সেখানে যেমন ছিল মজার দৃশ্য তেমনই ছিল আবেগঘন মুহূর্ত। তবে চিনি ২ -তে কিন্তু তাঁদের আর মা মেয়ের চরিত্রে দেখা যাবে না তবে? মৈনাক নিজেই জানিয়েছেন এই ছবিতে একদম অন্য গল্প ফুটে উঠবে তবে কথা অনুযায়ী, 'অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবন ধরা পড়বে এখানে। তার জেরেই তিনি সংসার ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। এখানেই, অর্থাৎ তাঁর বাবার বাড়িতে একটি মেয়ে মেসভাড়া থাকেন। আর সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। এই দুই নারীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে, কীভাবে তাঁদের জীবন, সম্পর্ক এগোতে থাকে সেটাই দেখা যাবে এই ছবিতে।'
কিন্তু বাংলা বিনোদন জগতে তো আকছার বন্ধুত্ব নিয়ে ছবি হচ্ছে। সেখানে আবার নতুন করে এক ভাবনার ছবির প্রয়োজনীয়তা কী ছিল? আলাদা কোথায় এই ছবি? এই প্রসঙ্গে পরিচালক বলেন, 'আসলে বন্ধুত্বের সংজ্ঞা এখন পাল্টে গিয়েছে। আগে মনে করা হতো দুজন সমবয়সী মানুষের মধ্যেই কেবল বন্ধুত্ব হয়। এখন তো আর তেমন নয়। পুরো ভাবনাই বদলে গিয়েছে। ২০২৩ -এ বন্ধুত্ব কী সেটাই আমি সোজাসাপ্টা ভাবে পর্দায় তুলে আনতে চাই।'
এই ছবিতে অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, প্রমুখ। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন অনির্বাণ এবং অপরাজিতা। তাঁকে এখানে অভিনেত্রীর বরের চরিত্রে দেখা যাবে। এই নতুন জুটির রসায়ন পর্দায় কতটা জমে এখন সেটাই দেখার পালা। প্রসঙ্গত এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ সারবেন এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়িকা অন্বেষা হাজরা।
চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে মৈনাক ভৌমিকের এই ছবি। তবে কবে, সেই দিন এখনও প্রকাশ্যে আসেনি।