পুজোর সময় মুক্তি পেয়েছিল রুক্মিণী মৈত্র অভিনীত ‘টেক্কা’। বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি। ইতিমধ্যেই এসেছে রুক্মিণী আরও এক বহুল প্রতীক্ষিত ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর টিজারও। তার মধ্যেই শোনা গিয়েছিল এবার তিনি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে কাজ করতে চলেছেন। আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। ছবিতে অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে।
অর্ণব মিদ্যা নতুন ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিতের সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণীকে। এই ছবিতে রুক্মিণীকে যে দেখা যাবে, সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বৃহস্পতিবার ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে ছবিতে থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তীও।
আরও পড়ুন: 'অনেক ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করলাম…' প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বেফাঁস রণবীর
প্রথম পোস্টারে একটা ছোট এবং একটা বড় পায়ের ছাপ দেখে অনেকেই ভেবেছিলেন, এটা মা-মেয়ে বা মা-ছেলের গল্প হতে চলেছে। তবে বৃহস্পতিবার প্রকাশ্যে আসা পোস্টার থেকে বোঝা গিয়েছে যে এই গল্প বাবা মেয়ের সম্পর্কের।
এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অর্ণব মিদ্যা বলেন, 'এটা বাবা মেয়ের সম্পর্কের গল্প। আমার মনে হয়েছিল, এই দুটো চরিত্রে চিরঞ্জিৎবাবু আর রুক্মিণীর থেকে ভালো কেউ হতেই পারেন না। চিরঞ্জিৎবাবুর অভিনয় ক্ষমতা নিয়ে আমার কিছুই বলার নেই। আর রুক্মিণীর মধ্যে আমি সেই অভিনয়ের খিদেটা দেখেছি। ও গত দেড় বছর থেকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছে, চরিত্রটার সঙ্গেই থেকেছে।'
আরও পড়ুন: অমিতাভ-শাহরুখকে পিছনে ফেলে এই তারকা ক্রিকেটার এখন ব্যান্ড এন্ড্রোরসমেন্টের শীর্ষে? জানেন তিনি কে?
অর্ণব মিদ্যা রুক্মিণীর অভিনয় নিয়ে আরও বলেন, ‘অনেকেই মনে করেন, রুক্মিণী তারকা। কিন্তু কাজ না করলে বুঝতেই পারতাম না ও এত মাটির কাছাকাছি মানুষ। বারে বারে শট দিতে কোনও বিরক্তি নেই। সারাক্ষণ সেটে থাকা, এমনকি সেট তৈরি হওয়ার সময়ও ও এসে বসে থেকেছে। আত্মস্থ হতে চেয়েছে সেটের বাড়িটার সঙ্গে, চরিত্রের সঙ্গে। প্রথমদিনই ও যা পারফর্মম্যান্সটা দিল, আমি মুগ্ধ। তবে আজ শুধু ওরই শ্যুটিং ছিল। আশা করছি চিরঞ্জিত বাবুর সঙ্গে ওঁর বাবা-মেয়ের গল্পটা জমে যাবে।’
ছবি খবর প্রকাশ্যে আসতে এই ছবি নিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘হাঁটি হাঁটি পাপা’র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়, তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটাছেঁড়ার পরেআজ আমার সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি।’ ছবির প্রথমদিনের শ্যুটিংয়ে চিরঞ্জিৎ হাজির না থাকলেও সেটে ছিলেন রুক্মিণী।