চিরঞ্জিত চক্রবর্তী যে অভিনয়ের পাশাপাশি দারুণ গান গাইতে পারেন এই তথ্য কি আপনার জানা ছিল? তিনি সুচিত্রা মিত্রের ছাত্র ছিলেন। যাদবপুরে যখন তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তখন তিনি গায়িকার কাছে গান শিখতেন। তবে এতটুকুই নয়। তাঁর আরও অনেক প্রতিভা আছে। ভীষণ ভালো আঁকতে পারেন অভিনেতা, লিখতে পারেন কবিতাও। কিন্তু এত সবের মধ্যে দীপক চক্রবর্তীকে চিরঞ্জিত করে তুলেছিল তাঁর অভিনয়ের দক্ষতা।
তিনি যেমন মঞ্চে অভিনয় করেছেন তেমনই দাপিয়ে পর্দাতেও অভিনয় করে গিয়েছেন সমান তালে। কিন্তু এই অভিনয় করতে গিয়েই তাঁর গলার উপর চাপ পড়ে যায়। বন্ধ হয়ে যায় গান। কিন্তু এখন সেই চাপ কিছুটা কমেছে। তাই আবার তাঁর কণ্ঠে ফিরে এসেছে তাঁর গান। মিউজিক ভিডিয়োও প্রকাশ করে ফেলেছেন অভিনেতা।
আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিরঞ্জিত জানান, 'দীপকের অনেক গুণ আছে। সে যেমন গাইতে পারে তেমনি আঁকতে পারে। আবার আবৃত্তিও করতে পারে। ১০টা গান আর ১০টা কবিতা নিয়ে একটা সিডি বের হয়েছিল। সেখানে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। সঙ্গে ছিল আমার লেখা কবিতা। সেগুলো আমিই পাঠ করেছিলাম। সঙ্গে একটা কাজী নজরুল ইসলামের কবিতাও ছিল। সঙ্গীতা সিংহের সেই সিডি পছন্দ হয়েছিল। তাঁর অনুরোধেই আবার এই মিউজিক ভিডিয়ো বানালাম।'
তাঁর সদ্য লঞ্চ হওয়া মিউজিক ভিডিয়োতে তাঁকে আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী গানটি গাইতে দেখা গিয়েছে। তিনিই অভিনয় করেছেন এই ভিডিয়োতে, তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীতা। কিন্তু এই নতুন ধরনের কাজ করার অভিজ্ঞতা কেমন? এই বিষয়ে তিনি বলেন, 'মন্দ লাগেনি।' তবে কি এবার তিনি পাকাপাকি ভাবে গায়ক হিসেবে ধরা দেবেন? এই বিষয়ে তিনি বলেন, 'দীপক চক্রবর্তীর ভাগ্যটা খুব খারাপ। অনেক গুণ থাকলেও যশ তার অধরাই। সব আলো শুষে নিল চিরঞ্জিৎ! এখন কেউ যদি মনে করেন, আমার গান দিয়ে মিউজিক ভিডিয়ো বানাবেন তা হলে নিশ্চয়ই গায়ক চিরঞ্জিৎকেও সবাই পাবেন।'
তবে তিনি যাই বলুন না কেন তাঁর গান মুগ্ধ হয়েছেন তাঁর সকল অনুরাগী। তাঁর গাওয়া গান মনে ধরেছে অনেকেরই। পেয়েছেন বহু প্রশংসা। সবারই এক মত। চিরঞ্জিত ভীষণই ভালো গান গান। এবং তাঁরা এখন থেকেই তাঁর আগামী কাজের জন্য মুখিয়ে আছেন বলেও জানান। জানা গিয়েছে গান ছাড়াও খুব জলদি তাঁর আঁকার একটি প্রদর্শনী হতে চলেছে। নানা বিষয়কে তাঁর ভাবনার রং মিশিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন বলেই জানান অভিনেতা।