কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি। আর সেই ট্যাক্সিরই চালকের আসনে বসে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী। বুধবারই কলকাতায় এসেছেন দক্ষিণী তারকা। আর বৃহস্পতিবার কলকাতায় ট্যাক্সি চড়ে না ঘুরে ট্যাক্সি চালিয়ে ঘুরলেন চিরঞ্জিবী। কারণ, এই শহরেই চলছে 'ভোলা শঙ্কর'-এর শ্যুটিং।
আজ, বৃহস্পতিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ছোটেলাল ঘাট, সেন্ট জন চার্চ এবং বিবিদি বাগের কাছে একটি ভাসমান হোটেল সহ শহরের বিভিন্ন ল্যান্ডমার্কে শুটিং করছেন চিরঞ্জিবী। তাঁর সঙ্গে রয়েছেন 'বহুবলী' খ্যাত তমান্না ভাটিয়াও। তারই কিছু ছবি উঠে এসেছে টুইটারে। এদিন ট্যাক্সি চালকের মতোই মানানসই নীল ট্রাউজার ও শার্টে দেখা গেল চিরঞ্জিবীকে। জানা যাচ্ছে, আগামী ১০ মে পর্যন্ত চলবে এই ছবির শ্যুটিং। হাওড়ার ফুল বাজারেও চিরঞ্জিবীর ছবির শ্যুটিং হবে বলে খবর।
আরও পড়ুন-ন'টি অ্যাকাউন্ট হ্যাক, চাওয়া হল ৫ লক্ষ টাকা, হুমকির মুখে পুলিশের কাছে হিরো আলম
আরও পড়ুন-সিদ্ধি বিনায়ক থেকে দিল্লির গুরুদোয়ারা, জিয়া মামলায় মুক্তির পর ধর্মে মতি সূরজের!
আরও পড়ুন-রুক্মিণীতে মুগ্ধ বিদ্যুৎ জামাল, বললেন, ‘ও আমার ভালো বন্ধু’…
জানা যাচ্ছে এই ছবি চিরঞ্জিবী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তামান্না ভাটিয়া, তাঁর চরিত্রটি এখানে আইনজীবীর। আর চিরঞ্জিবী এখানে প্রাক্তন গ্যাংস্টার। ২২ অগস্ট চিরঞ্জিবীর জন্মদিন, তার আগা ১১ অগস্ট 'ভোলা শঙ্কর' ছবিটি মুক্তির কথা রয়েছে।
এর আগে নির্মাতাদের তরফে 'ভোলা শঙ্কর' ছবির পোস্টার সামনে আনা হয়েছিল। সেখানেও হলুদ ট্যাক্সিতেই দেখা গিয়েছিল চির়ঞ্জিবীকে। পোস্টারে দেখা গিয়েছিল কালীঘাট মন্দিরের ছবিও। জানা গিয়েছিল, ছবির প্রেক্ষাপট কলকাতা। আর তখন থেকেই জল্পনা ছিল, তবে কি ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসছেন চিরঞ্জিবী? এই ছবিতে রয়েছেন কীর্তি সুরেশও। চিরঞ্জিবীর বোনের ভূমিকায় রয়েছেন তিনি। তাঁকে শেষ দেখা যায় 'ওয়ালটেয়ার ভিরায়া' ছবিতে। প্রসঙ্গত তামিল ছবি 'বেদালাম'-এর অফিসিয়াল রিমেক এটি।