সালটা ২০০১, ছোটবেলার বন্ধু জ্যোতি রণধাওয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা সিং। ২০১৪ সালে তাঁদের সেই বিয়ে ভেঙে যায়। তাঁদের এক সন্তানও রয়েছে। বিয়ে ভাঙলেও সেই সন্তানের দায়িত্ব দুজনে মিলেই পালন করেছেন জ্যোতি ও চিত্রাঙ্গদা। বিয়ে ভাঙার পর স্বামীর সঙ্গে মিলে সন্তানের দায়িত্ব পালন করা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন চিত্রাঙ্গদা। মডেল, অভিনেত্রীর কথায়, বিষয়টা মোটেও কঠিন নয়।
সম্প্রতি পিঙ্গভিলাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন চিত্রঙ্গদা সিং। ছেলে জোরাওয়ারের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন করা হলে চিত্রাঙ্গদা বলেন, ‘সত্যি বলতে আমরা কেউই একা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছি না। আমরা দুজনেই নিজেদের মতো করে দায়িত্ব পালন করি, নিজরাই প্রয়োজন বুঝে সেই দায়িত্ব পালন করি। দুজনেই ছেলের পাশি আছে। কেউই একা কোনও দায়িত্ব পালন করছি না।’
আরও পড়ুন-দু'বছর পর অবশেষে মুক্তি, জেল থেকে বের হয়ে পরিবারের কাছে আবেগপ্রবণ অভিনেতা এজাজ খান
চিত্রাঙ্গদার কথায়, ‘আমি মনে করি আমরা দুজনেই যথেষ্ঠ দায়িত্বশীল। আর বাবা-মা হিসাবে আমরা একে অপরে যথেষ্ঠ সম্মান করি। আমি মা আর ও বাবা, এটার থেকে সন্তানের জন্য আর অন্য কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন হলে কোনওকিছুই সমস্যার হয় না। আমি এখানে কোনও অভিযোগ করছি না। এই দায়িত্বটা বেশ চ্যালেঞ্জিং, এর জন্য আমি ওকেও (জ্যোতি রণধাওয়া) কৃতিত্ব দেব। উনিও (জ্যোতি রণধাওয়া) একজন ভালো বাবা আর আমরা দুজনে মিলেই কাজটা করি’।
প্রসঙ্গত মডেল, অভিনেত্রী চিত্রঙ্গদা সিং ও গলফার জ্যোতি রণধাওয়া দুজনের বাবাই ছিলেন সেনাবাহিনীর রেজিমেন্টে। সেই সূত্রে ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই আলাপ চিত্রাঙ্গদা ও জ্যোতির। পরে সেই সম্পর্ক প্রেমে বদলে যায়। একে অপরের সঙ্গে টানা ৫ বছর প্রেম করার পর বিয়ে করেন চিত্রাঙ্গদা ও জ্যোতি। ২০০১-এ তাঁরা বিয়ে করেন, ২০০৮ সালে তাঁদের সন্তানের জন্ম হয়। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ভেঙে যায় জ্যোতি ও চিত্রাঙ্গদার বিয়ে। জনপ্রিয় জুটির বিয়ে ভাঙার পর অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও ঠিক কী কারণে এই বিচ্ছেদ হয়েছিল সেবিষয়ে চিত্রাঙ্গদা কিং জ্যোতি কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে গুঞ্জন ছিল পরিচালক সুধীর মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বিয়ে ভেঙেছিল চিত্রাঙ্গদা ও জোতির। আবার এটাও শোনা গিয়েছে অন্য এক বন্ধবীর সঙ্গে স্বামী জ্যোতির অতিরিক্ত ঘনিষ্ঠতা মেনে নেননি চিত্রঙ্গদা।