বাংলা নিউজ > বায়োস্কোপ > Samantha vs Chittibabu: ‘শুধু কানে নয়, আমার শরীরের আরও অনেক জায়গাতে চুল গজায়’, সামান্থার কথায় একী বললেন চিট্টিবাবু!

Samantha vs Chittibabu: ‘শুধু কানে নয়, আমার শরীরের আরও অনেক জায়গাতে চুল গজায়’, সামান্থার কথায় একী বললেন চিট্টিবাবু!

চিট্টিবাবু ও সামান্থা

আর তাতে গুগলের উত্তর ছিল, ‘শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি হলে কানের ভিতর ও বাইরে চুল বের হয়।’ আর এই উত্তরের স্ক্রিনশট অভিনেত্রী ইনস্টাস্টোরিতে শেয়ার করেছিলেন। এতে কারোরই বুঝে নিতে অসুবিধা হয়নি যে সামান্থার এই আক্রমণ ছিল চিট্টিবাবুকে উদ্দেশ্য করেই। চিট্টিবাবুর মাথায় চুল না থাকলেও কানে বড় বড় চুল।

'শকুন্তলম ফ্লপ' সপ্তাহন্তে নাকি ১০ কোটিও আয় করে পারেনি এই ছবি। সামান্থা রুথ প্রভুর কেরিয়ার নাকি এমনই মন্তব্য করে বসেছিলেন দক্ষিণের প্রযোজক, পরিচালক চিট্টিবাবু। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন সামান্থাও। চিট্টিবাবুকে জবাব দেন তিনিও। নাম না করেই পরিচালক, প্রযোজককে আক্রমণ করেন তিনি। যদিও সামান্থার আঙুল যে তাঁর দিকেই ছিল সেকথা বুঝতে পারেন চিট্টিবাবুও। তবে ফের জবাব দিতে গিয়ে তিনি যা বললেন, তা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। কারণ এবার যে চিট্টিবাবু একটু বেশিই বেফাঁস!

কিন্তু কী এমন বলে বসেছেন চিট্টিবাবু?

চিট্টিবাবুর উত্তরে আসতে হলে প্রথমে আসতে হয় সামান্থা রুথ প্রভুর কথায়। একটু অন্যভাবে উত্তর দিতে গিয়ে গুগলকে প্রশ্ন করেছিলেন সামান্থা। প্রশ্ন করেছিলেন ‘কারোও কানে এত চুল থাকার কারণ কী?’ আর তাতে গুগলের উত্তর ছিল, ‘শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি হলে কানের ভিতর ও বাইরে চুল বের হয়।’ আর এই উত্তরের স্ক্রিনশট অভিনেত্রী ইনস্টাস্টোরিতে শেয়ার করেছিলেন। আর এতে কারোরই বুঝে নিতে অসুবিধা হয়নি যে সামান্থার এই আক্রমণ ছিল চিট্টিবাবুকে উদ্দেশ্য করেই। কারণ, চিট্টিবাবুর মাথায় চুল না থাকলেও কানে বড় বড় চুল।

আরো পড়ুন-অপর্ণা সেনকে নিয়ে নেতিবাচক মন্তব্য, মেয়ে কঙ্কনার প্রশ্নের মুখে মৌসুমী

<p>সামান্থা-চিট্টিবাবু</p>

সামান্থা-চিট্টিবাবু

সামান্থার এই কথার উত্তর দিতে গিয়ে চিট্টিবাবু যা বললেন তা কিছুটা অশ্লীলতার জায়গায় পৌঁছে গিয়েছে। এক সাক্ষাৎকারে চিট্টিবাবু সামান্থার নাম না করে বলেন, ‘আমার শুধু কানের চুল দেখছেন, আমার শরীরের অন্য জায়গাতেও চুল গজায়।’ এখানেই থামেননি তিনি। বলেন, ‘সামান্থা আর ১৮-২০ বছরের তরুণী নেই, ও বুড়িয়ে গিয়েছে। ওর গ্ল্যামারাস দিন শেষ। কিন্তু এই সত্যিটা ও মানতে পারছে না। শকুন্তলম চরিত্রে সামান্থাকে নেওয়া একেবারেই ঠিক হয়নি। ওর চেহারা এখন পার্শ্বচরিত্র করার মতো, এটা ওকে মানতে হবে।’

চিট্টিবাবু বলেন, 'যশোদার প্রচারের পর শকুন্তলম-এর প্রচারে গিয়েও সামান্থা চোখের জল ফেলছে, সস্তার আবেগ দিয়ে দর্শকদের বেশিদিন ভুলিয়ে রাখা যায় না। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ও উ-অন্তভা গানে নেচেছিল। ওকে যা বলা হচ্ছে ও করছে।'

কাজের ক্ষেত্রে সামান্থাকে পরবর্তী রোমান্টিক ফিল্ম ‘কুশি’তে বিজয় দেবেরকোন্ডার বিপরীতে দেখা যাবে। এছাড়াওং বরুণ ধাওয়ানের সঙ্গে হলিউডের স্পাই থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল’ও দেখা যাবে।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.