ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগ। এবার অভিযুক্ত বিখ্যাত কোরিওগ্রাফার শাইক জনি বাশা। যদিও তিনি ‘জনি মাস্টার’ নামই ইন্ডাস্ট্রিতে পরিচিত। ২১ বছরের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এই কোরিওগ্রাফার জনি মাস্টারের বিরুদ্ধে। অভিযোগকারিণী তরুণীও পেশায় কোরিওগ্রাফার।
দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ঘটনা এটা। ঘটনায় হায়দরাবাদের রায়দুরগাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কোরিওগ্রাফার তরুণী। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, বিভিন্ন শহরে শ্যুটিং করাকালীন তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়। এমনকি তাঁর নরসিংগী-র বাড়িতেও তাঁর সঙ্গে বেশকিছু ঘটনা ঘটেছিল। সেই মামলাটি খতিয়ে দেখার জন্য স্থানীয় পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারিণী মহিলার সঙ্গে একাধিক জায়গায় একাধিক যৌন হেনস্থার ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। তাই এক্ষেত্রে তাঁকে জিরো এফআইআর দায়েরের কথা বলা হয়েছে। প্রসঙ্গত জিরো এফআইআর হল, স্থানীয় পুলিশের এখতিয়ারের বাইরে কোনও ঘটনা ঘটলেও মামলাটি পুলিশ তদন্ত করতে বাধ্য। আর এই মামলাটির ক্ষেত্রে পুলিশ জানি মাস্টারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। যার মধ্যে রয়েছে ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানো এবং স্বেচ্ছায় আঘাত করা সহ একাধিক মামলা। তেলেঙ্গানার মহিলা নিরাপত্তা শাখার (WSW) মহাপরিচালক শিখা গোয়েল চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানি প্রতিরোধ (PoSH) আইনের অধীনে একটি অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দিয়েছেন৷
প্রসঙ্গত, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের উপর যৌন হেনস্থার ঘটনা নিয়ে গঠিত হওয়া হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পরই উত্তাল বিনোদন দুনিয়া। এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যৌন হেনস্থার একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবার অভিযোগ কন্নড়, তেলুগু, তামিল ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত সিনেমাটোগ্রাফারের বিরুদ্ধে। যিনি কিনা নিজের নৃত্যশৈলীর জন্য একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি SIIMA পুরস্কার পেয়েছেন।