বাংলা নিউজ > বায়োস্কোপ > Tonni-Sandy-Rajdeep: ‘…আমরা ভাঙব না’, রাজদীপের সঙ্গে প্রেমচর্চা ‘পুরোনো প্রেমিক’ ফিরল তন্বীর জীবনে?

Tonni-Sandy-Rajdeep: ‘…আমরা ভাঙব না’, রাজদীপের সঙ্গে প্রেমচর্চা ‘পুরোনো প্রেমিক’ ফিরল তন্বীর জীবনে?

‘…আমরা ভাঙব না’, রাজদীপের সঙ্গে মাখামাখি, ‘পুরোনো প্রেম’ ফিরল তন্বীর জীবনে?

Tonni-Sandy-Rajdeep: মাস কয়েক আগেই স্যান্ডির সঙ্গে তন্বীর প্রেমের জল্পনা মাথাচাড়া দিয়েছিল টেলিপাড়ায়। এরপর দুজনের সম্পর্কে দূরত্বের কথাও শোনা যায়।

টেলিপাড়া তাঁকে চেনে তোর্সা নামেই। বছর খানেক আগেই শেষ হয়েছে মিঠাই। তবে সিরিয়ালের সুবাদে তন্বী লাহা রায় এখন তোর্সা নামেই দর্শকদের আদরের পাত্রী হয়ে উঠেছেন। পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন নয়। দিন কয়েক আগেই ছিল তন্বীর জন্মদিন। আরও পড়ুন-শাশুড়িকে আদুরে চুমু, বিয়ে বাড়ি মিটতেই সুখবর দিলেন অপরাজিতা আঢ্য

অভিনেত্রীর জন্মদিনে অভিনেতা রাজদীপ ঘোষের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঠে এসেছিল ভালোবাসা-মাখা বার্তা। সেই পোস্ট দেখে সরগরম নেটপাড়া। শুরু হয় রাজদীপ-তন্বীর প্রেমচর্চা। যদিও মাস কয়েক আগে টলিপাড়ার অন্যতম চর্চিত কোরিয়োগ্রাফার সন্দীপ ওরফে স্যান্ডির সঙ্গে তন্বীর ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যেত।

স্টুডিয়োপাড়ার আনাচকানাচে মাঝেমাঝেই একসঙ্গে দেখা মিলত দুজনের, পাশাপাশি সোশ্যাল মিডিয়া কাঁপাত দুজনের নাচের রিল। আচমকাই সব বন্ধ। শোনা গিয়েছিল সম্পর্কে ইতি টেনেছেন দুজনে। তন্বীর জন্মদিনেও শুভেচ্ছা জানাননি স্যান্ডি। তাই সম্পর্কের পাঠ চুকেছে এমনটাই ধরে নিয়েছিল সকলে। কিন্তু রবিবার বন্ধুত্ব দিবসে পুরোনো মান-অভিমান পর্ব গলে জল।

এদিন তন্বীর সঙ্গে তিনটি মিষ্টি ছবি পোস্ট করে শোলে-র গানের লাইন ধার করে স্যান্ডি লেখেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে….নে নে নে জন্মদিনে দেওয়া হয়নি, বন্ধুত্ব দিবসে দিলাম। সুখে থাক, ভালো থাক, মাথা ঠাণ্ডা… শুভ ফ্রেন্ডশিপ ডে’। অগস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্বের দিবস, সেইদিনই পুরোনো বন্ধুর সঙ্গে কিছু মিষ্টি ঝলক শেয়ার করলেন স্য়ান্ডি।

প্রথম ছবিতে স্যান্ডির ঘাড়ে মাথা এলিয়ে তন্বী, পরের ছবিতে তন্বীকে কেক খাইয়ে দিচ্ছেন কোরিওগ্রাফার বন্ধু। অন্যটিকে তন্বীর ঘাড় জড়িয়ে চলছে খুনসুটি। কিন্তু সত্যি কি স্যান্ডির সঙ্গে প্রেমের সম্পর্ক তন্বীর? 

মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, 'যার যেটা ভাবার সে ভাববে। সেই নিয়ে আমার কিচ্ছু করার নয়। তবে স্যান্ডিকে নিয়ে একটা কথাই বলব, আমরা ভালো বন্ধু। এই মুহূর্তে আমি সিঙ্গল, আমি যদি কমিটেড হতাম তাহলে সবাই জানত।'

আরও পড়ুন-জেসমিনের সঙ্গে সম্পর্কে ইতি! তন্বীকে মন দিলেন রাজদীপ? প্রেম নিয়ে মুখ খুললেন নায়ক

ওদিকে জেসমিনের পর তন্বীর সঙ্গে তাঁর নাম জড়ানোয় বেশ বিরক্ত রাজদীপ। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বলেন,  'বাবা বার্থ ডে পোস্ট করলেও এত লেখালেখি হবে! আমি তো কতজনকে নিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানাই, তার মানে কি আমি প্রেম করছি?' সত্যি কি তন্বী শুধুই তাঁর বন্ধু? রাজদীপের জবাব, ‘আমি যখন প্রেম করব নিজেই জানাব। বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্যুটিং করছি আপতত, মোটেই আমি কারুর সঙ্গে প্রেম করছি না। এটা কোনও কথা হল! ’

বায়োস্কোপ খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.