বাংলা নিউজ > বায়োস্কোপ > শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে হাসপাতালে ভরতি কোরিওগ্রাফার সরোজ খান

শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে হাসপাতালে ভরতি কোরিওগ্রাফার সরোজ খান

সরোজ খান (ফাইল ছবি, সৌজন্য টুইটার)

দীর্ঘদিন তিনি বলিউডের সিনেমায় কাজ করেননি। শেষ কাজ করেছিলেন করণ জোহর প্রয়োজিত ‘কলঙ্ক’-এ।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বর্ষীয়ান কোরিওগ্রাফার সরোজ খানকে হাসপাতালে ভরতি করা হল। তবে তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরিবারের কাছের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার বছর ৭১-র কোরিওগ্রাফারকে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তাঁর বাধ্যতামূলক করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

ওই সূত্র বলেন, 'উনি এখন ভালো আছেন এবং সুস্থ হচ্ছেন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর করোনা পরীক্ষা হয় এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর কোনও উপসর্গ নেই। দু'একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে।'

উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে ২,০০০-র বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ। 'দেবদাস'-এ 'দোলা রে দোলা', 'তেজাব'-এর 'এক দো তিন', 'জব উই মেট'-এর 'ইয়ে ইশক হ্যা'-র মতো গানে কোরিওগ্রাফি করেছেন। তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে দীর্ঘদিন তিনি বলিউডের সিনেমায় কাজ করেননি। শেষ কাজ করেছিলেন করণ জোহর প্রয়োজিত ‘কলঙ্ক’-এ।

বন্ধ করুন