কোল্ডপ্লের কনসার্টে ঘটে গেল বিপত্তি। এদিন মেলবোর্নে শো চলাকালীন গান গাইতে গাইতেই মঞ্চের মধ্যে পড়ে গেলেন ক্রিস মার্টিন। কিন্তু তাতে মোটেই থেমে যাননি তিনি বা ঘাবড়ে যাননি। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন। উল্টে আবার মশকরাও করেন।
আরও পড়ুন: ভাই - দাদা দুজনেই বলিউড অভিনেতা, মায়ের সঙ্গে থাকা দুই কিশোরকে চিনতে পারলেন?
কী ঘটেছে?
কোল্ডপ্লের অস্ট্রেলিয়া সফরের শেষ কনসার্ট ছিল মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে। সেখানেই এই বিপত্তি ঘটেছে। আর গোটা ঘটনার ছবি ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস। মঞ্চে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলেন। পিছন দিকে খেয়াল না করে উল্টো দিকে হাঁটছিলেন। আর তখনই মঞ্চে থাকা ট্র্যাপ ডোরে পড়ে যান। কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন ওখানে থাকা ক্রু। ফলে খুব একটা লাগেনি গায়কের।
ওখান থেকে উঠে নিজেকে একটু সামলে নেওয়ার পরই মশকরা শুরু করেন তিনি। ক্রিস মাইক হাতে বলে ওঠেন, 'এটা একেবারেই প্ল্যান করা ছিল না। আমায় ধরার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এটা পুরোপুরি একটা ইউটিউব মোমেন্ট ছিল।'
এই ভিডিয়ো গ্রেগ ব্রিগস নামক এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, 'কোল্ডপ্লের কনসার্টে আজ যে ক্রিস মার্টিন যে ট্র্যাপ ডোরে পড়ে যান সেটা পুরোটাই আমার চোখের সামনে ঘটল।'
নিমেষে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত ২০২২ সালের মার্চ মাসে কোল্ডপ্লে তাঁদের বিশ্ব সফরের শুরু করেন। আগামী জানুয়ারি মাসে এই ব্যান্ড ভারতে আসবে। ইতিমধ্যেই সেই শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে সব ঠিক মতো চললে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে তাঁদের এই ওয়ার্ল্ড মিউজিক ট্যুর। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তখন টানা ১০ দিনের কনসার্ট করবেন তাঁরা।