সম্প্রতি সচিন তেন্ডুলকরের প্রতিষ্ঠান সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন ৫ বছর পূর্ণ করল। আর সেই অনুষ্ঠানে এদিন সেখানে হাজির ছিলেন কোল্ডপ্লের অন্যতম সদস্য ক্রিস মার্টিন। গত বুধবার মুম্বইতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল।
আরও পড়ুন : ৫ বছরের লড়াইয়ের অবসান, বিনোদিনী মুক্তি পেতেই কেক কেটে উদযাপন দেব-রুক্মিণীর! আবেগে কেঁদে ফেললেন নায়িকার মা
আরও পড়ুন : ‘ছুরিকাঘাত করে ১১ তলার সিঁড়ি-গেট পার হল, কেউ আটকাল না?’, সইফের হামলার গল্প ‘বিশ্বাসযোগ্য নয়’, দাবি তসলিমার
সম্প্রতি সচিন তেন্ডুলকর ফাউন্ডশনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এদিন এই অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করা হয়েছে সেখানেই একটি ছবিতে সচিন তেন্ডুলকর এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর, মেয়ে সারা তেন্ডুলকরকে ক্রিস মার্টিনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, '৫ বছর ধরে এই সফরে আছি খেলোয়াড় তৈরি করা, স্বাস্থ্য এবং শিক্ষা ছড়িয়ে দেওয়ার। এখান থেকেই বোঝা যায় আমরা কতদূর আসতে পেরেছি। এখনও খুবই প্রাথমিক জায়গায় আছি, তবুও আমরা গর্বিত যতটা এগোতে পেরেছি সেটার জন্য। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ যাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এমনকি ক্রিস মার্টিনকেও। আমরা একসঙ্গে এই মাইলস্টোন পেরোলাম। আমরা একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছব।
প্রসঙ্গত সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন তৈরি করেছেন সচিন এবং তাঁর স্ত্রী অঞ্জলি। তাঁরা মূলত দুঃস্থ বাচ্চাদের স্বাস্থ্য, শিক্ষা এবং খেলাধুলার উন্নতি নিয়ে কাজ করে থাকেন। গত পাঁচ বছর ধরে তারা এই কাজটি করছেন।
সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের এই ৫ বছর পূর্তি উপলক্ষে এদিন বম্বে ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে ক্রিস অল ব্ল্যাক লুকে ধরা দেয়। তিনি এসে এদিন সচিনকে এই উদ্যোগের জন্য শুভেচ্ছা জানান। এদিনের থিম ছিল সাইন ব্রাইটার টুগেদার।
আরও পড়ুন : করণ অর্জুন-এর গল্পে আস্থা ছিল না শাহরুখের, সেটে রাকেশ রোশনের সঙ্গে সহযোগিতা করতেন না! ভুল বুঝলেন কবে?
আরও পড়ুন : মাদকের টানে করেছেন চুরি, ভেঙেছেন অন্যের গাড়ির লক! নেশামুক্তির ১৭ বছর পর অনিন্দ্য লিখলেন, 'লড়াইটা কঠিন ছিল'
প্রসঙ্গত অন্যদিকে কোল্ডপ্লে সম্প্রতি মুম্বইতে গত ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি পারফর্ম করল। এবার আগামী ২৬ এবং ২৬ জানুয়ারি তারা পারফর্ম করবে আহমেদাবাদে।