বাংলা নিউজ > বায়োস্কোপ > Chrisann Pereira: মাদক মামলায় ফেঁসেছিলেন! অবশেষে শারজা জেল থেকে ছাড়া পেলেন আলিয়ার সহ-অভিনেত্রী ক্রিসন

Chrisann Pereira: মাদক মামলায় ফেঁসেছিলেন! অবশেষে শারজা জেল থেকে ছাড়া পেলেন আলিয়ার সহ-অভিনেত্রী ক্রিসন

ক্রিসন পরেরা

সংবাদসংস্থা ANI-এর টুইট থেকে জানা যাচ্ছে ক্রিসনকে মাদক চোরাচালান মামলায় ফাঁসানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফাতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ক্রিসনকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল ও তাঁর সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতারির পর  তাঁদের ২ মে পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অবশেষে শারজার জেল থেকে ছাড়া পেলেন আলিয়ার 'সড়ক-২'র সহ-অভিনেত্রী ক্রিসন পরেরা। মাদক চোরা চালানের মামলায় নাম জড়িয়েছিল ক্রিসনের। এ মাসের শুরুর দিকে তাঁকে একটি ট্রফি নিয়ে শারজা বিমানবন্দরে আটক করা হয়। যে ট্রফির মধ্যেই লুকনো ছিল মাদক। যদিও ক্রিসন পরেরার পরিবারের দাবি ছিল, তাঁদের মেয়েকে ফাঁসানো হয়েছে।

ক্রিসন পরেরার শারজার জেল থেকে ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেন তাঁর ভাই কেভিন পরেরা। সংবাদসংস্থা ANI-এর টুইট থেকে জানা যাচ্ছে ক্রিসনকে মাদক চোরাচালান মামলায় ফাঁসানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফাতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ক্রিসনকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল ও তাঁর সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতারির পর মঙ্গলবার মুম্বইয়ের নগর দায়রা আদালতে তোলা হয়। তাঁদের ২ মে পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন-টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজে 'না' আদালতের

পুলিশ জানিয়েছে, এই মামলায় যে অ্যান্টনি পল হল মাস্টারমাইন্ড, উনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ক্রিসন পরেরা সহ পাঁচজনক পার্সেলে মাদক দিয়েছিলেম। পুলিশ জানায়, 'আমরা ওঁকে জিজ্ঞাসাবাদ করব, ও কোথা থেকে মাদক সংগ্রহ করেছে। ও মাদক ব্যবসায় জড়িত কিনা তা স্পষ্ট নয়। অ্যান্থনি পল ক্রিসনের মায়ের ব্যাবসায়িক অংশীদার। তাঁদের মধ্যে ব্যাবসায়িক কোনও ঝামেলা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

অভিনেত্রী পরিবার এর আগে জানিয়েছিল, দুবাইতে ক্রিসনকে অডিশনে পাঠানোর নামে ফাঁসানো হয়েছিল।  দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন অ্যান্টনি ওরবি।  দুবাই উড়ে যাওয়ার আগে ক্রিসনের সঙ্গে তাঁরা মুম্বই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর হাতে একটি ট্রফি তুলে দিয়ে বলা হয় ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং সেটি অডিশনের জন্য প্রয়োজন হবে। তাই কিছু না জেনেই, ক্রিসন ওঁর সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এরপর ক্রিসন শারজা বিমানবন্দরে নেমে রবি নামে ওই ব্যক্তির কাছে পৌঁছতে পারেননি। তাঁকে গ্রেফতার করা হয়। 

এদিকে পুলিশ জানিয়েছে, লকডাউনের সময় ক্রিসনের মা প্রমিলার পোষা কুকুর অ্যান্টনি পলকে কামড়ানোর চেষ্টা করে, তখন তিনি রেগে গিয়ে কুকুরটিকে মারতে একটি চেয়ার তুলেছিলেন। যেঘটনায় বিরক্তা প্রমিলা অ্যান্টনিকে সকলের সামনে অপমান করেন। তারই প্রতিশোধ নিতে সম্ভবত অ্যান্টনি পল এমন কাজ করেছেন।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বায়োস্কোপ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.