সামনেই মুক্তি পেতে চলেছে সনাতনী: কর্মই ধর্ম নামক একটি ওড়িয়া ছবি। আর মুক্তি পাওয়ার আগেই সেটা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। ক্রিশ্চানদের রোষের মুখে পড়েছেন ছবির নির্মাতারা। ক্রিশ্চানদের তরফে অভিযোগ করা হয়েছে এই ছবিতে যিশু খ্রিষ্টের ছবিকে বিকৃত করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের ধর্মের নানা বিষয় নিয়েও দেওয়া হয়েছে ভুল বার্তা।
আরও পড়ুন: লাভিয়াপ্পার প্রিমিয়ারে বহুমূল্য হীরে বসানো ঘড়ি পরে হাজির সলমন! দাম কত জানেন?
কী ঘটেছে?
ক্রিশ্চান ধর্মের যে মূল বিষয়গুলো, ভাবনা, বিশেষ ব্যাপ্টিজম নিয়ে এই ওড়িয়া ছবিতে ভুল বার্তা দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ক্রিশ্চানদের তরফে। শুধু তাই নয়, সেখানে যিশু খ্রিষ্টের ভাবমূর্তি বিকৃত করা হয়েছে। এমনকি ক্রিশ্চান ধর্মে ধর্মান্তরিত হওয়াকে অপরাধ বলে দেখানো হয়েছে এই ছবিতে। ওড়িশায় যে ধর্মান্তকরণ নিয়েই এই ছবি নির্মিত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছবিটির। ওড়িশার ১৫টি হলে মুক্তি পাওয়ার কথা ছিল এটির। ছবির ট্রেলারে দেখা গিয়েছে আদিবাসীদের কীভাবে ধর্মান্তরিত করা হয় এবং তাঁদের জমি কেড়ে নেওয়া হয়।
যদিও ন্যাশনাল ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম, ন্যাশনাল কাউন্সিল অব চার্চ ইন ইন্ডিয়া এবং ইভানযেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তরফে বৃহস্পতিবার এই ছবির কড়া নিন্দে করা হয়েছে। তীব্র বিরোধিতা করা হয়েছে এই ছবির মুক্তির, জানানো হয়েছে ছবিটিতে যিশু খ্রিষ্টের ভাবমূর্তি বিকৃত করা হয়েছে, সঙ্গে ক্রিশ্চান এবং ক্রিশ্চান ধর্মের সার্ভিসকে খারাপ ভাবে দেখানো হয়েছে। বিশেষ করে ধর্মান্তকরণকে অপরাধ বলেই তুলে ধরা হয়েছে এই ছবিতে।
আরও পড়ুন: প্রেমের মাসে 'গানের ওপারে'র 'পুপে'র চমক! নতুন গান নিয়ে আসছেন মিমি, কবে মুক্তি?
প্রসঙ্গত এই ছবিটিকে সার্টিফিকেট দিতে অস্বীকার করেছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের স্থানীয় অফিস যা কটকে অবস্থিত। তবে ছবির নির্মাতারা সেন্সর বোর্ডের মুম্বই অফিস থেকে সার্টিফিকেট বের করে এনেছে। ছবির প্রযোজক বিজয় কান্দোই জানিয়েছেন, সেন্সর বোর্ডের তরফে বলা হয়েছে যে ছবির নাম হে রাম: কর্ম হি ধর্ম থেকে সনাতন: কর্ম হি ধর্ম করতে। আর ছবির কিছু অংশ এডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।