সদ্যই মুক্তি পেয়েছে সিংঘম এগেন। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে যেন চাঁদের হাট বসেছে। অজয় দেবগন থেকে শুরু করে করিনা কাপুর, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কে নেই? বাদ যায়নি ভাইজান, ওরফে চুলবুল পান্ডে অর্থাৎ সলমন খানও। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসাও করছে সেই ছবি। আর এরই মাঝে কপ ইউনিভার্সের আগামী ছবি নিয়ে কী ইঙ্গিত দিলেন রোহিত এবং অজয়?
আরও পড়ুন: বাবা নেই পাশে, জারার জন্মদিনে মধ্যরাতে কী কী আয়োজন করলেন নীলাঞ্জনা-সারা
আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপনে জিৎ! দেবের সঙ্গে তুলনা টেনে 'প্রধান' ভক্ত লিখলেন, 'গর্বিত যে...'
কী জানা গেল রোহিত শেট্টির আগামী ছবি নিয়ে?
কী ভেবেছিলেন সিংঘম এগেনে সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন মানেই শেষ রোহিত শেট্টির কপ ইউনিভার্স? একেবারেই নয়। সিংঘম এগেন ছবিতে চুলবুল পান্ডে এবং সিংঘম অর্থাৎ সলমন খান এবং অজয় দেবগনকে পাশাপাশি দেখে যে প্রশ্ন উসকে গিয়েছিল তবে কি এবার আগামীতে দাবাং ফ্র্যাঞ্চাইজি এবং সিংঘম ফ্র্যাঞ্চাইজির টক্কর হবে পর্দায় সেই বিষয়ে নতুন করে ইঙ্গিত দিলেন রোহিত এবং অজয় দুজনেই।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজয় সলমনের ক্যামিও প্রসঙ্গে বলেন, 'আমরা একসঙ্গেই শুরু করেছি। ও আমার থেকে বছর এক দুই আগে শুরু করেছে। কিন্তু প্রথম থেকেই আমাদের মধ্যে দারুণ সম্পর্ক। ভালো বন্ডিং আমাদের। এমনকি মধ্যরাতেও আমরা একে অন্যকে ফোন করি। আমরা জানি আমরা একে অন্যের জন্য আছি।'
এরপর অনুরাগীরা চুলবুল পান্ডে ভার্সেস সিংঘমের কথা তুললে রোহিত শেট্টি জানান তিনি ভাবছেন এমন দুটো পুলিশের চরিত্র নিয়ে ছবি। এই বিষয়ে বলে রাখা ভালো, সিংঘম এগেন ছবিটির শেষে দেখা যায় যে শিবা টাস্ক ফোর্স যেটার প্রধান অজয় সেখানে যোগ দিচ্ছেন চুলবুল পান্ডে। এবং দাবাং ছবির সেই বিখ্যাত সংলাপ বলছেন, 'আমায় স্বাগত জানাবে না?'
কিন্তু চুলবুল ভার্সেস সিংঘম এলে কবে আসবে? এই বিষয়ে রোহিত বলেন, 'দাঁড়াও, সবে মাত্র একটা সপ্তাহ হয়েছে যে ছবিটা মুক্তি পেয়েছে। আমায় একটু সময় দাও।'
তবে এই বিষয়ে বলে রাখা ভালো দাবাং ফ্র্যাঞ্চাইজির মালিক বর্তমানে আরবাজ খানের কাছে। ২০১২ সালে তিনি পরিচালনা জগতে পা রাখেন দাবাং ২ ছবির হাত ধরে।
খালি চুলবুল পান্ডে ভার্সেস সিংঘম নয়, রোহিত শেট্টি বর্তমানে গোলমাল ৫ বানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এদিন। সেখানে অজয়ের সঙ্গে আরশাদ ওয়ার্সি, কুণাল খেমু, শ্রেয়স তালপাড়ে প্রমুখ থাকবেন। ২০১৭ সালে গোলমাল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগ বেরিয়েছিল। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল সেই ছবি।