বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আলতা ফড়িং’য়ে আসছেন বাংলার এক সময়কার ‘হাউসফুল’ ছবির অভিনেত্রী, কে বলুন তো

‘আলতা ফড়িং’য়ে আসছেন বাংলার এক সময়কার ‘হাউসফুল’ ছবির অভিনেত্রী, কে বলুন তো

স্টার জলসার ধারাবাহিকে আসছেন এই অভিনেত্রী

Chumki Chowdhury: স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চুমকি চৌধুরীকে। সাদা শাড়িতে, খুব সাধারণ বেশ ভূষায় ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী চুমকি চৌধুরী। একসময় পারিবারির ছবির যুগে চুমকি চৌধুরী অভিনীত ছবিতে ‘হাউসফুল’ বোর্ড ঝুলত প্রেক্ষাগৃহের বাইরে। তখন ছিল অঞ্জন চৌধুরীর যুগ। অভিনেত্রী চুমকি চৌধুরী কেবলমাত্র বাবার সিনেমাতে অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন।

বর্তমানে পারিবারিক ছবির বদলে জায়গা করে নিয়েছে অন্য ধারার ছবি। আড়ালে সরে গিয়েছেন চুমকি, রিনা, লিলি চক্রবর্তী, অনুরাধা রায়ের মতো অভিনেত্রীরা। চুমকি অবশ্য বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ। এবার ‘আলতা ফড়িং' ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে এন্ট্রি নেবেন তিনি। আরও পড়ুন: দিওয়ালিতে ম্যাচিং পোশাকে নিক-প্রিয়াঙ্কা-মালতি, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে দেশি গার্লের

স্টার জলসার ধারাবাহিকে চুমকি চৌধুরী
স্টার জলসার ধারাবাহিকে চুমকি চৌধুরী

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, ফড়িংকে উদ্ধার করে নিজের বাড়িয়ে নিয়ে আসবে অভিষেক। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যম নেবে সে। তখনই ফড়িংকে আটকাতে সামনে এসে দাঁড়বেন চুমকি চৌধুরী। সাদা শাড়িতে, খুব সাধারণ বেশ ভূষায় ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে। মনে করা হচ্ছে, অভিষেকের মা হয়েই দেখা যাবে তাঁকে।

 

বন্ধ করুন