বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ে অনন্যার ফিল্মফেয়ার জয়ে কেঁদে ফেলেছিলেন, জানালেন চাঙ্কি

মেয়ে অনন্যার ফিল্মফেয়ার জয়ে কেঁদে ফেলেছিলেন, জানালেন চাঙ্কি

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-এর জন্য ফিল্মফেয়ার জিতেছেন অনন্যা

চাঙ্কি জানান, ছোটো থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে ফিল্মফেয়ার জেতার অনুকরণ করতেন অনন্যা।

দীর্ঘদিন বলিউডে অভিনয় করেছেন। কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। আর তাই মেয়ের হাতে ব্ল্যাক লেডি ওঠার পর নিজেকে সামলাতে পারেননি। কেঁদে ফেলেন তিনি। সে কথা জানালেন খোদ চাঙ্কি পান্ডে।

আরও পড়ুন : 65th Filmfare Awards 2020: একনজরে দেখে নিন কোন কোন বিভাগে জিতল গালিবয়

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-এর জন্য ফিল্মফেয়ারে এবার সেরা নবাগত অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন চাঙ্কির পেয়ে অনন্যা। কিন্তু সামনে থেকে সেই মুহূর্ত চাক্ষুষ করতে পারেননি চাঙ্কি।

আরও পড়ুন : 65th Filmfare Awards 2020: ইতিহাস গড়ল গালিবয়, বাজিমাত রণবীর-আলিয়া-আয়ুষ্মানের

একটি সংবাদমাধ্যমে চাঙ্কি বলেন, 'আমার ৩৪ বছরে কেরিয়ারে তেজাব, আঁখে, হাউসফুল ও আপনা স্বপ্না মানি মানি মতো সিনেমার জন্য নমিনেশন পেয়েছিলাম। কিন্তু কখনও ফিল্মফেয়ার জিতিনি। শনিবার রাতে যখন ও (অনন্যা) জিতল, তখন আমি কেঁদে ফেলি। আমি বিশ্বাস করতে পারছিলাম না বলে আমার চোখে জল চলে এসেছিল। অবশ্যই, এটার যোগ্য ছিল অনন্যা।'

চাঙ্কি জানান, ছোটো থেকেই ফিল্মফেয়ার জেতার স্বপ্ন ছিল মেয়ের। তাঁর কথায়, 'ছোটো থেকেই এটার (অ্যাওয়ার্ড) অনুশীলন করত ও (অনন্যা)। ও আয়নার সামনে দাঁড়িয়ে ফিল্মফেয়ার জয়ের অনুশীলন করত। অবশেষে এখন আমার বাড়িতে অ্যাওয়ার্ড এল।'

বন্ধ করুন