চাঙ্কি পান্ডে, শক্তি কাপুর এবং গোবিন্দা সম্প্রতি কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসেছিলেন। সেখানে তাঁরা ডেভিড ধাওয়ান পরিচালিত 'আঁখে' ছবি নিয়ে কথা বলেছেন। সেখানেই চাঙ্কি জানান তিনি ও গোবিন্দা নাকি, তাঁদের কাজের জন্য তেমন ভাবে কোনও পারিশ্রমিক পাননি। এমনকী ছবিতে তাঁদের সঙ্গে থাকা বাঁদরটি নাকি তাঁদের থেকে বেশি আদর যত্ন পেয়েছিল।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে শক্তি কাপুর, চাঙ্কি পান্ডে এবং গোবিন্দা আঁখের শ্যুটিংয়ের সময়ের কথা বলতে গিয়ে শক্তি কাপুর বলেন, ‘এই ছবিটা আমরা একসঙ্গে করেছিলাম, যেখানে এই দুজন নায়ক ছিলেন। না আসলে, তিনজন নায়ক ছিল। গোবিন্দা, চাঙ্কি আর একটা বাঁদর। ওঁদের জিজ্ঞাসা করুন।’
শক্তি কাপুরের কথার রেশ টেনে চাঙ্কি বলেন, ‘হ্যাঁ, সে আমাদের চেয়ে বেশি মোটা অঙ্কের পারিশ্রমিক পেত।’ তাঁর কথায় সম্মতি জানিয়ে গোবিন্দা বলেন, ‘আরে আমরা তো পারিশ্রমিকই পাইনি।’ শক্তি কাপুর জানান, মুম্বইয়ের সান-এন-স্যান্ড হোটেলে বাঁদরটিকে একটি ঘর দেওয়া হয়েছিল। তিনি মজা করে বলেন, ‘ডেভিড যখনই বাঁদরটিকে ডাকত, চাঙ্কি হাজির হত। যখনই ডেভিড চাঙ্কিকে ডাকতেন, তখন বাঁদরটি এসে হাজির হত।’
এর আগেও হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঙ্কি পান্ডে 'আঁখে' ছবিতে বানরটি যে সুযোগ-সুবিধা পেয়েছিল তা নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল যে আপনি ছাড়া বাকি সবারই ছবিতে দ্বৈত ভূমিকা রয়েছে এবং আমি বলেছিলাম, এটি ঠিক নয়। তাই আমাকে একটা বাঁদর দেওয়া হয়েছিল (হেসে বলেন)। ঐ বাঁদরটা আমার আর গোবিন্দের চেয়ে বেশী পারিশ্রমিক পেত। দক্ষিণ থেকে আসা এই বাঁদর খুব ব্যয়বহু ছিল, ৬ জন সহকারী থাকত ওর সঙ্গে। সে একজন বড় তারকার মতো হোটেল সান অ্যান্ড স্যান্ডে থাকত। ওর জন্য সেটে অদ্ভুত ঘটনা ঘটত, তবে ওকে সবাই সমানভাবে ভালোবাসত।’
আরও পড়ুন: ফিরছে কার্তিক-লাভ রঞ্জন জুটি? কবে শুরু 'সোনু কে টিটু কি সুইটি ২'-এর শ্যুটিং? দেখে নিন
চাঙ্কি পান্ডে, বর্তমানে তাঁর আসন্ন সিনেমা 'হাউসফুল ৫'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, জ্যাকলিন ফার্নান্দেজ, ফারদিন খান, সোনম বাজওয়া, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং জনি লিভার। ছবিটি প্রথমে এই দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। ছবিটি ২০২৫ সালের জুনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।