আঁখে ছবিটি মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে ৩১ বছর হয়ে গেল। সেই ছবিতে চাঙ্কি পান্ডে, গোবিন্দা, শক্তি কাপুর প্রমুখ সহ ছিল একটি হনুমানও। এবার এই ছবির বিষয়ে একেবারে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন এই ছবির অন্যতম অভিনেতা চাঙ্কি পান্ডে। জানালেন তাঁদের মধ্যে কে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ছবিটির জন্য।
আরও পড়ুন: ভূতের ভয়ের সঙ্গে কমেডির পাঞ্চ! আসছে বিক্রম-সোহিনীর ‘অমর সঙ্গী’, কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
কী জানা গেল আঁখে ছবিটির বিষয়ে?
ডেভিড ধাওয়ান পরিচালনা করেছিলেন আঁখে ছবিটিকে। বলিউডের অন্যতম আইকনিক ছবি এটি, কেবল কমেডি পাঞ্চের জন্য নয়, বরং গল্প বলার ধরন থেকে সকলের অভিনয় সবটা মিলিয়েই ছবিটি কালজয়ী হয়ে আছে। গোবিন্দা বা চাঙ্কি পান্ডের ক্রেজও কম কী তখন! কিন্তু না, তাঁদের মধ্যেই কেউই এই ছবির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পাননি। ভাবছেন তাহলে কে? উক্ত দুই অভিনেতা ছাড়াও এই ছবিতে আরও একটি হিরো ছিল, কে বলুন তো? সেই হনুমানটি। আর সেই হনুমান এই ছবির জন্য সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিল। শুধু তাই নয় তাকে সেটেও খুব প্যাম্পার করা হতো। গোবিন্দা বা চাঙ্কির তুলনায় তাকে তারকাসুলভ ট্রিটমেন্ট দেওয়া হতো।
সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে অতিথি হয়ে এসেছিলেন চাঙ্কি পান্ডে, গোবিন্দা এবং শক্তি কাপুর। সেখানেই তাঁরা আঁখে ছবিটির বিষয়ে এই তথ্য প্রকাশ্যে আনলেন। শক্তি কাপুর জানান, 'আমরা সবাই মিলে একসঙ্গে সেই ছবিটা করেছিলাম। কিন্তু হিরো ছিল দুজন। আসলে না তিনজন। গোবিন্দা, চাঙ্কি, এবং হনুমানটা।'
শক্তি কাপুরের কথার রেশ ধরে চাঙ্কি বলেন, 'হ্যাঁ, ও আমাদের থেকে অনেক বেশি পারিশ্রমিক পেয়েছিল।' গোবিন্দা সেই কথায় সম্মতি জানান। সেই হনুমানের থাকার জন্য নাকি মুম্বইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়েছে। তাও আবার আলাদা একটা রুমে।
চাঙ্কি পান্ডে যদিও আগেও হিন্দুস্তান টাইমসকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই হনুমানটি দক্ষিণ ভারত থেকে এসেছিল। তাও আবার একা নয়, তার সঙ্গে এসেছিল তার ৬ জন অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সবাই সেই হনুমানকে খুব ভালোবাসত, প্যাম্পার করত বলেও জানান তিনি।
হাউজফুল ৫ ছবিটিতে আগামীতে চাঙ্কি পান্ডেকে দেখা যাবে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। তাঁর সঙ্গে সেখানে থাকবেন জ্যাকি শ্রফ, নানা পাটেকর, অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, প্রমুখ।