বাংলাদেশ, নামটি শুনলেই এখন আর সুজলা সুফলা একটি দেশের ছবি চোখে ধরা পড়ে না, বরং ধরা পড়ে আতঙ্কের একটি ছবি। তবে আজ থেকে কিছু বছর আগেও এই দেশটি এমন ছিল না। শিল্প থেকে সাহিত্য, সবকিছুর মেলবন্ধন ছিল এই বাংলাদেশ। কথাটি কতটা সত্যি তা বোঝা যায় চাঙ্কি পান্ডের কিছু বক্তব্য শুনলেই।
একসময় যিনি মুম্বইতে চুটিয়ে কাজ করতেন, সেই চাঙ্কি পান্ডের কেরিয়ার যখন একেবারে নিম্নমুখী ছিল, ঠিক তখনই অভিনেতার সবথেকে বড় সাপোর্ট হয়ে উঠেছিল বাংলাদেশ। আঁখে সিনেমাটির সাফল্যের পর যখন একটি মাত্র সিনেমার অফার আসে অভিনেতার কাছে, তখন ভীষণভাবে মুষড়ে পারেন চাঙ্কি। কাজের খোঁজে তখন তিনি বাংলাদেশে পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন।
আরও পড়ুন: ‘পরকীয়া’-চর্চা, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর ডিভোর্সের ফিসফাস উড়ে গেল এই ১টা ছবিতে, বিশেষ কী আছে এতে?
বাংলাদেশে গিয়ে একের পর এক সিনেমায় কাজ করা শুরু করেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশে থাকাকালীন সেখানে একটি ইভেন্ট কোম্পানি খুলেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি জমি বেচা কেনার মতো কাজ করতে শুরু করেছিলেন অভিনেতা। জীবনযুদ্ধে লড়াই করার জন্য প্রায় সব রকম চেষ্টায় তিনি করেছিলেন।
জীবনের কঠিন সময়ে চাঙ্কির সবথেকে বড় সাপোর্ট ছিলেন তাঁর স্ত্রী ভাবনা পান্ডে। অভিনেতা বাংলাদেশে একা থাকলেও তিনি স্ত্রীকে একবার নিয়ে গিয়েছিলেন বাংলাদেশে। বাংলাদেশ ট্রিপ ছিল ওঁর সেকেন্ড হানিমুন, হাসতে হাসতে বলেন অভিনেতা। তবে শুধু হানিমুন নয়, জীবনের সবথেকে বড় উপহার তিনি পেয়েছেন বাংলাদেশ থেকেই।
আরও পড়ুন: সিনেমা হলে কেন আসেনি ‘পুষ্পা ২’, হল মালিককে খুনের হুমকি তেলেঙ্গানায়!
আরও পড়ুন: পুষ্পা ২ দেখার তাড়া! হুটোপুটি করে রেললাইন ক্রস করতে গিয়ে বেঙ্গালুরুতে ট্রেন দুর্ঘটনায় মৃত যুবক
বাংলাদেশে থাকাকালীনই গর্ভবতী হন ভাবনা। কিছু মাস পরেই প্রথম সন্তান অনন্যাকে জন্ম দেন তিনি। তাই শুধু পেশাগত দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও বাংলাদেশের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে চাঙ্কির।
প্রসঙ্গত, ‘হাউসফুল ৫’ সিনেমায় চাঙ্কিকে ফের আরও একবার দেখা যাবে কমেডির মোড়কে। নক্ষত্র খচিত এই সিনেমায় অভিনয় করবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, জ্যাকি শ্রফ সহ আরও অনেকে। আগামী বছর ৬ জুন মুক্তি পাবে এই সিনেমাটি।