বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনায় মা-কে হারালেন অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়

করোনায় মা-কে হারালেন অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়

মাতৃহারা চূর্ণী (ছবি সৌজন্যে- সিনেস্তান)

মাতৃহারা চূর্ণী গঙ্গোপাধ্যায়। 

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী, পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই মারণভাইরাসের জেরে ভুগছিলেন তিনি। মিন্টো পার্ক লাগোয়া এক বেসরকারি হাসপাতালে চলছিল চিকিত্সা। সূত্রের খবর গত সাত দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরে না-ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। 

শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন সুদীপ্তাদেবী। ভূগোলের শিক্ষিকা ছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্রসংগীতের  চর্চাও করতেন। মেয়েবেলা থেকেই চূর্ণীর শিল্পীমনস্ক হওয়ার পিছনে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য। 

গত বছর করোনা ভ্যাকসিনের গবেষণা চলাকালীন যখন স্বেচ্ছাসেবকের প্রয়োজন ছিল,তখনও এগিয়ে এসেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁর সেই সাহসী পদক্ষেপের পিছনেও বড় ভূমিকা ছিল মায়ের। 

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এদিন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মাতৃবিয়োগের খবর জানিয়ে তিনি লেখেন-  'আমার স্কুলের ভূগোল শিক্ষিকা, যাঁর অসামান্য জ্ঞান, অপূর্ব ইংরিজি উচ্চারণ, সর্বদা হাসিমুখ আর আদর মাখানো কথা.... ছোটবেলাটা জুড়ে ছিল। বড় হয়ে অবশ্য অন্য কারণে প্রায়ই দেখা হতো। কৌশিক দার ছবির শুটিংয়ে বা চূর্ণী দি, কৌশিক দার ছবির প্রিমিয়ারে। আমার শিক্ষিকা হিসেবে খুব গর্ব করতেন আমাকে নিয়ে। প্রত্যেক ছবি দেখে বেরিয়েই মাথায়,গালে হাত দিয়ে আদর !!! কত আশীর্বাদ, কত ভালোবাসা পেয়েছি দিদির কাছে। আমাকে মাঝেমাঝে মজা করে ডাকতেন 'namesake' বলে। এক্ষুণি খবর পেলাম দিদি আর নেই। কোভিড কেড়ে নিলো তাঁকে ও'। চূর্ণী গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান সুদীপ্তা। 

গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজানও, বোলপুরে শ্যুটিং সেরে ফিরে কোভিড রিপোর্ট পজিভিট আসে কৌশিক গঙ্গোপাধ্যায়েরও। তবে করোনামুক্তই ছিলেন চূর্ণী। 

বায়োস্কোপ খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.