বাংলা নিউজ > বায়োস্কোপ > মা প্রয়াত, বাবা শয্যাশায়ী! বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে আফসোস প্রকাশ চূর্ণীর

মা প্রয়াত, বাবা শয্যাশায়ী! বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে আফসোস প্রকাশ চূর্ণীর

বাবা-মা কে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা চূর্ণীর (ছবি ফেসবুক)

বাবা-মায়ের ৫৩তম বিবাবহবার্ষিকীতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন চূর্ণী।

বাবা-মায়ের ৫৩তম বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। বাবা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় মে মাসে করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। 

তিন বছর আগে এই দিনেই বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন সকলে মিলে। বাবা-মা কে আলিঙ্গন করে রয়েছে, সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ঘরভর্তি আলো, বেলুন দিয়ে সাজানো, দম্পতির গলায় মোটা রজনীগন্ধার মালা। ছবি শেয়ার করে স্মৃতিমেদুর চূর্ণী। অভিনেত্রীর শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে ফেলে আসা কার্শিংয়ে শৈশব, পাইন গাছ, জুলাইয়ের বৃষ্টি, পাহাড়ের ওপর চাঁদের আলোর কথা। 

করণ জোহরের 'রকি অওর রানি কী প্রেম কাহিনি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চূর্ণী। ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির পাশাপাশি দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে ওই ছবিতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও।

 

 

বন্ধ করুন
Live Score