বাবা হলেন ‘বিতর্কিত’ একইসঙ্গে জনপ্রিয় ইউটিউবার 'সিনেবাপ' ওরফে মৃণ্ময় দাস। মা হলেন তাঁর স্ত্রী রুমা মোদক। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন মৃণ্ময় ও রুমা। এই খুশির খবর নববর্ষের দিন, অর্থৎ মঙ্গলবার নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন কোচবিহারের এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব।
ফেসবুকে স্ত্রী রুমার সঙ্গে একটি ছবি পোস্ট করে সিনেবাপ লেখেন, ‘Blessed with a baby Boy (নজর ও লাভ ইমোজি Thanks you Universe’। অর্থৎ পুত্র সন্তন হয়েছে এই মহা বিশ্বকে ধন্যবাদ। মৃণ্ময়ের পোস্ট চোখে পড়া মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা।
নেটদুনিয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে 'সিনেবাপ' বেশ জনপ্রিয়। যাঁরা তাঁকে চেনেন, তাঁদের অনেকেরই হয়ত মনে থাকবে, এর আগে বাংলার আরও এক জনপ্রিয় ইউটিউবার 'বং গাই' কিরণ দত্তের সঙ্গে প্রকাশ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন সিনেবাপ। যে বিষয়টি সেসময় নেটপাড়ার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল।
প্রসঙ্গত, ঘটনাটা অবশ্য বেশ পুরনো, সেই ২০২২এর । দাদাগিরিতে কেন শুধুই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কই-- নিয়ে প্রশ্ন তুলেছিলেন নর্থ বেঙ্গলের কনটেন্ট ক্রিয়েটার মৃন্ময় দাস। এরপর তার জবাব দেন ‘বং গাই’ কিরণ দত্ত।
কথায় কথা বাড়ে! তাই ভিডিয়ো, উত্তর-প্রত্যুত্তরের লড়াইটা ক্রমাগত ছড়িয়ে পড়ে বং গাই ও সিনেবাপ-এর পরিবার-বন্ধুদের মধ্যে। কিরণের কথায় প্রসঙ্গ আসে মৃন্ময়ের মা-বউয়ের। তখন আবার সিনেবাপ কিরণের চর্চিত প্রেমিকা ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’কে টেনে নিয়ে ‘নোংরা ইঙ্গিত’ করতেও ছাড়েননি। এভাবে তাঁদের ঝগড়া একসময় চরমে পৌঁছে গিয়েছিল। এই লড়াইয়ে আবার বং গাই-কেই সমর্থন করেছিলেন সিনেবাপ-এর বউ! এমনটাই মনে করিছিলেন অনেকে।
এমনকি একসময় এই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় সিনেবাপ জানিয়েছিল, সেটা তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। এমনকি স্ত্রী রুমার সঙ্গে ঝগড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল ডিভোর্সের খবরও। তবে পরে সবই যে মিটমাট হয়ে গিয়েছে, তা মঙ্গলবারের এই সুখবরেই স্পষ্ট।
এখানেই শেষ নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম করে তাঁর বায়োপিক নিয়ে অশালীন আক্রমণ করায়, একসময় 'সিনেবাপ' মৃণ্ময় দাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ভিডিয়োর জন্য মানহানির মামলা করেছিলেন সৌরভ।