বর্তমানে স্যান্ডআপ কমেডিয়ানদের রমরমা। তবে একসময় বাংলার কমেডির সমার্থক ছিল ‘মীরাক্কেল’। আর মীরাক্কেল মানেই সেখানে মীর। তবে শুধুই কি মীর? তাঁর সঙ্গে থাকতেন একাধিক নতুন নতুন মুখ, যাঁদের মধ্যে অনেকেই আজ খ্যাতির শিখরে। তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন 'সিনেবাপ' মৃন্ময়। এখন স্যোশাল মিডিয়ার অতি পরিচিত মুখ। তবে এবার তিনি আসছেন বড় পর্দায়, তাও একেবারে হিরো হয়ে। তবে এখানেই শেষ নয় তাঁর সঙ্গে থাকছেন মীরও। আর থাকছে একটা বড় চমক।
খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে ‘খাঁচা’। এই ছবিতেই নায়কের ভূমিকায় দেখা যাবে 'সিনেবাপ' মৃন্ময়কে। তাঁর সঙ্গে মন্ত্রীর ভূমিকায় নজরকাড়তে চলেছেন মীর আফসার আলি। তবে শুধু তাঁরা নন 'মীরাক্কেল'-এর মঞ্চ মাতানো বিচারক অভিনেতা রজতাভ দত্তকেও দেখা যাবে ছবিতে। ‘খাঁচা’ তাঁকে নারী পাচার চক্রের পান্ডা 'মামা'র ভূমিকায় দেখা যাবে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রত্যুষা পাল, অনিন্দ্য বন্দোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালী চৌধুরী, কৃষ্ণ বন্দোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত-সহ আরও অনেকে। তাছাড়াও নবাগতা পূজা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে।
আরও পড়ুন: 'আদৌও মুক্তি পাবে তো আমাদের ছবি?' ইমার্জেন্সি রিলিজের আগে ফের কেন একথা বললেন কঙ্গনা?
এই ছবিতে 'সিনেবাপ'কে কমলেশের ভূমিকায় দেখা যাবে। 'খাঁচা'য় ফুটে উঠবে 'টিয়াবন' গ্রামের গল্প। দেখতে শান্ত হলেও আদতে শান্তিতে নেই সেই গ্রামে। এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে। গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় ‘বিশ্বম্ভর বিশ্বাস’ ওরফে ‘মামা’ এবং তার প্রথম স্ত্রী ‘মীনাক্ষী দেবী’ ওরফে ‘মামী’। সেই গ্রামেরই ছেলে কমলেশ। ছোটবেলায় তার দিদিকেও মামী ও তার দলবল তুলে নিয়ে গিয়েছিল তার সামনেই। কিন্তু সে তখন কিছুই করতে পারেনি। তার মা পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও অভিযোগ নেয়নি। উল্টে তার মা খুন হয়ে যায়। তাই মামা-মামীর বিরুদ্ধে বড় হয়ে শুরু করে তার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত কি মামা-মামীর পর্দা ফাঁস হবে? কমলেশ কি খুঁজে পাবে তাঁর দিদিকে? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তিনি রাফায়ত রশিদ মিথিলা অভিনীত ‘ও অভাগী’র মতো ছবি পরিচালনা করেছেন। স্বভূমী এন্টারটেন্মেন্ট ও ডঃ প্রবীর ভৌমিকের আগামী নিবেদন আসছে এই ছবি। সিনেবাপ এন্টারটেইনমেন্ট এই ছবির সহ প্রযোজক।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। 'খাঁচা'র টাইটেল ট্র্যাক গেয়েছেন ক্যাকটাসের সিধু অর্থাৎ সিদ্ধার্থ রায়। তাছাড়াও ছবিতে 'আলাদিন' নামে একটি গানে দুর্নিবার সাহার কন্ঠ শোনা যাবে।
আরও পড়ুন: আল্লু অর্জুন, হৃতিকদের দেখা যাবে 'স্কুইড গেম'-এ? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ও অভাগী, আমার শেষ ফিচার ফিল্ম ছিল। তবে আমি কখনো কোনও নির্দিষ্ট সীমায় আবদ্ধ থাকতে চাইনি। সিনেমা মানেই বিনোদন, তাই আমি সব সময় নতুন দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমার প্রযোজককে ধন্যবাদ, যিনি আগের মতোই আমার উপর বিশ্বাস রেখেছেন।’
'সিনেবাপ' মৃন্ময় বলেন, ‘হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। এক দশকের ওপরে অভিজ্ঞতা। ২০১২ থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়েলিটি শো, তারপর ইউটিউব। কিন্তু তারও আগে থেকে আমার স্বপ্ন ছিল হিরো হওয়ার।’
পাশাপাশি ‘কমলেশ’ হয়ে ওঠার জন্য তাঁকে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছিল সেই প্রসঙ্গেও তিনি নানা কথা ভাগ করে নেন। তিনি বলেন, ‘চরিত্রের জন্য একটা মাসকুলার ফিগারে ট্রান্সফর্মেশন দরকার ছিল। তার জন্য শুটিং-এর আগের ৬ মাস মেইনস্ট্রিম স্পোর্টসম্যানদের মতো একটা হার্ড রুটিন আর হার্ড ডায়েটিং ফলো করতে হয়েছে। তবে এই ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল।’