বাংলা নিউজ > বায়োস্কোপ > Cinebap Vs Bong Guy: মা তুলে ‘নোংরামো’ করেছে ‘ঢং গাই’, সোশ্যাল মিডিয়ায় বং গাই-কে আক্রমণ সিনেবাপের

Cinebap Vs Bong Guy: মা তুলে ‘নোংরামো’ করেছে ‘ঢং গাই’, সোশ্যাল মিডিয়ায় বং গাই-কে আক্রমণ সিনেবাপের

বং গাইকে নিয়ে ফের ভিডিয়ো পোস্ট করলেন সিনেবাপ।

বং গাই-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কিত পোস্ট করলেন সিনেবাপ। ঝামেলা শুরু কিরণ আর মৃন্ময়ের ভক্তদের মধ্যে। 

ইউটিউবের দুনিয়ায় যারা প্রায় রোজই যাওয়া-আসা করেন তাঁরা জানেন বং গাই আর সিনেবাপের ‘তু তু ম্যায় ম্যায়’ খুবই কমন। মাঝে কদিন বন্ধ থাকলেও সেই আগুনে ফের ঘি পড়েছে। বং গাই অর্থাৎ কিরণ দত্তকে নিয়ে নতুন ভিডিয়ো পোস্ট করলেন সিনেবাপ মৃন্ময় দাস।

গাড়ি কিনে সে ছবি সোশ্যালে পোস্ট করেছিলেন কিরণ। আর তাতে জনৈক নেট-নাগরিক টেনে আনেন এই ইউটিউবারের চর্চিত বান্ধবীকে। ‘আলু-খাওয়া’ নিয়ে নোংরা কমেন্ট করেন। আর তার জবাবে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যান বং গাই নিজেও। লিখে বসেন, ‘তোমার মাকে নিয়ে এসো একদিন আমার গাড়িতে।’ ইতিমধ্যেই কিরণের এই মন্তব্যে বিরক্ত নেটপাড়া। এবার তাতে যোগ দিলেন সিনেবাপ মৃন্ময়ও। নিজের বক্তব্য নিয়ে ইউটিউবে ভিডিয়ো দিলেন।

মৃন্ময়ের কথায়, ‘মাকে টেনে এনে তাঁকে উত্তর না দিলেও পারতে। বং গাই-এর মতো বিরাট ফলোয়ার্সের অধিকারি, সারকাজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বং গাই, দ্য ঢং গাই, দ্য ছোড়দা, মাকে টেনে যে রিপ্লাই দেবে তা কাম্য নয়। এটাই আমি পোস্ট করেছিলাম ফেসবুকে। আর তাতে কিরণের ভক্তদের দাবি আমি বিরাট অপরাধ করে ফেলেছি, যেন ভারত-চিনের যুদ্ধ লাগিয়ে দিয়েছি।’

মৃন্ময়ের দাবি, বং গাই-এর অনেক ভক্তই বলছে ‘কিরণ দত্ত সেরা উত্তর দিয়েছে’! কিন্তু কারও মাকে টেনে আনা কি আদৌ সেরা হতে পারে? যে আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই ওরফে অন্তরাকে টেনে এনে কমেন্ট করেছে সেটাকে যেমন সাপোর্ট করা যায় না, তেমনই কিরণের এই কমেন্টকেও। আর সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মৃন্ময় তাঁর ভিডিয়োতে। আরও পড়ুন: বং গাই কিরণের ‘এ কেমন সিনেমা’ সিরিজ ‘টুকে তৈরি’, 'প্রমাণ' দিয়ে দাবি সিনেবাপের!

তবে, এখানেই থেমে থাকেননি নর্থ বেঙ্গল নিবাসী এই ইউটিউবার। ফের দাবি তুললেন বং গাই-এর বং গাই-এর কেরিয়ারে সাফল্য এনে দেওয়া সিরিজ ‘এ কেমন সিনেমা’ টুকে বানানো হয়েছে। এই নিয়ে আগেও ভিডিয়ো দিয়েছিলেন। যদিও পরে তা প্রাইভেট করে দেন। লাইন টু লাইন মিলিয়ে দেখিয়ে দিলেন সুমন সরকার নামে একজন বই লিখেছেন ‘বউ সিরিজ রিভিউ ও অন্যান্য’ নামে। সঙ্গে তাঁর দাবি বইখানা মার্কেট থেকে হঠাৎই গায়েব হয়ে গিয়েছে। কারণ সন্দেহজনক! সঙ্গে মৃন্ময় জানালেন এই ব্যাপারে বং গাই জবাব দিলেই তিনি ফের ভিডিয়ো দেবেন। নয়তো এই ঝামেলায় আর নিজেকে জড়াতে চান না।

 

বন্ধ করুন