বাংলা নিউজ > বায়োস্কোপ > Cirkus first reactions: দর্শকদের হতাশ করলেন রোহিত শেঠি, শীতের ছুটিতে সার্কাস জমল না এতটুকু

Cirkus first reactions: দর্শকদের হতাশ করলেন রোহিত শেঠি, শীতের ছুটিতে সার্কাস জমল না এতটুকু

শীতের ছুটিতে সার্কাস জমল না এতটুকু?

Cirkus first reactions: রোহিত শেঠির নতুন ছবি সার্কাস হতাশ করল দর্শকদের। ছবি দেখে মোটেই খুশি নন তাঁরা। অধিকাংশ রিভিউই নেতিবাচক।

২৩ ডিসেম্বর, অর্থাৎ আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেল রোহিত শেঠির নতুন ছবি ‘সার্কাস’। আর ছবিটি দেখার পর বহু দর্শকরাই এই ছবি নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। এই ছবির জন্য তৃতীয়বার রোহিত শেঠি এবং রণবীর সিং জুটি বেঁধেছেন। এর আগে তাঁদের ‘সূর্যবংশী’ এবং ‘সিম্বা’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। আগের ছবিটি দুটি যেহেতু বেশ ভালোই হয়েছিল তাই দর্শকদের এই ছবিটি নিয়েও বেশ প্রত্যাশা ছিল। তার উপর আবার এখানে রণবীরকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে। ফলে ছবিটিকে ঘিরে দর্শকদের আশা একটু বেশিই ছিল। কিন্তু সেই আশায় যে এই ছবি পুরোপুরি জল ঢেলে দিয়েছে সেটা বোঝা যাচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া দেখেই। টুইটারে এই ছবির যা যা রিভিউ এসেছে, সবই মূলত নেতিবাচক। অধিকাংশ মানুষেরই এই ছবি মোটেই ভালো লাগেনি।

বহু দর্শকরাই সার্কাস দেখে এসে টুইটারে তাঁদের মতামত জানিয়েছেন। এক দর্শক এই ছবিকে দুটি স্টার দিয়েছেন এবং লিখেছেন, ' সার্কাসের ট্রেলার যেমন খারাপ ছিল, ছবিটাও ততটাই খারাপ হয়েছে। অর্থহীন। এই প্রথমবার রণবীর সিংয়ের এত বাজে অভিনয় দেখলাম। রোহিত শেঠি লক্ষ্যভ্রষ্ট হলেন। কোনও বেসিক আইডিয়া নেই, স্ক্রিনপ্লে খুব খারাপ।' তিনি এই ছবি যে না দেখার পরামর্শ দিচ্ছেন সেটাও জানাতে ভোলেন না।

আরেক ব্যক্তি লেখেন, ' এই ছবি সিনেমা হল থেকে বেরোলাম। আর আমি আমার টাকা ফেরত চাই। ভাবতেই পারিনি রোহিত শেঠি এত বাজে, অসহ্য একটা ছবি তৈরি করবেন। কী অপ্রয়োজনীয় সব গান। সব থেকে জঘন্য হল রণবীর সিংয়ের দ্বৈত চরিত্র।' তিনি এই ছবিটিকে একটি স্টার দিয়েছেন।

অনেকে তো আবার ছবিটির গল্পটিকেই সমালোচনা করেছেন। এক দর্শক লেখেন, ' সার্কাসকে বাতিল করা উচিত। কী খারাপ গল্প, কী বাজে স্ক্রিপ্ট। রোহিত শেঠি অতিরিক্ত ওভারকনফিডেন্সে ভুগছেন। দর্শকদের টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে কখনও নেবেন না। বোকাও ভাববেন না।' আরেকটি রিভিউতে এই এক ব্যক্তি লেখেন, ' একটাই শব্দ, একটুও হাসি পায়নি।' তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, তিনি জানান, ' একগুচ্ছ ট্যালেন্টেড অভিনেতাকে নিয়েও কাজে লাগাতে পারলেন না। কোনও স্ক্রিনপ্লে নেই, জোকসগুলোও ঠিকঠাক বলা হয়নি। আমি এই ছবি দেখার পরমার্শ দিচ্ছি না। রোহিত শেঠি এবং রণবীর সিং দুজনেই হতাশ করলেন।' আরেক ব্যক্তি লেখেন, ' এই ছবির সেরা পার্ট? ছবিটা যখন শেষ হল।'

অনেকে আবার রোহিত শেঠির এই ছবির সঙ্গে সাজিদ খানের ছবির মিল পেয়েছেন! একজন লেখেন, ' রোহিত শেঠি হতাশ করলেন। একটাও দৃশ্য এমন ছিল না যেখানে হাসা যায়। পুরো মনে হল সাজিদ খানের ছবি দেখলাম। এই ছবি বাদ দিয়ে আরেকবার অবতার দেখে আসুন।'

আরেক ব্যক্তি লেখেন, ' সাজিদ খানের হামসকল বেশি খারাপ না রোহিত শেঠির সার্কাস বুঝে উঠতে পারছি না।'

বন্ধ করুন