বাংলা নিউজ > বায়োস্কোপ > Cirkus teaser: এক ফ্রেমে দুই রণবীর সিং! গুগল, ফেসবুক-হীন জমানার গল্প বলবে ‘সাকার্স’, রইল টিজার

Cirkus teaser: এক ফ্রেমে দুই রণবীর সিং! গুগল, ফেসবুক-হীন জমানার গল্প বলবে ‘সাকার্স’, রইল টিজার

প্রকাশ্যে সাকার্স-এর টিজার

Cirkus teaser: প্রকাশ্যে রণবীর সিং-এর আসন্ন ছবি ‘সাকার্স’-এর টিজার। ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি রোহিত শেট্টির এই রোম্যান্টিক কমেডি। 

সুপারহিট ‘সিম্বা’র পর আবারও রুপোলি পর্দায় পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা রণবীরের যুগলবন্দি। ‘সাকার্স’ নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ চড়াতে শুধু এইটুকুই যথেষ্ট। তার উপর এই ছবিতে প্রথমবার ডবল রোলে থাকছেন অভিনেতা। শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অফ এররস’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য। সোমবার প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার।

ছবির কোনও দৃশ্যের কোলাজ নয়, বরং এই টিজারে গোটা সাকার্স টিম দর্শকদের শোনালো ষাটের দশকের মাহাত্ম্য। আজ থেকে ৬০ বছর আগের জমানা ঠিক কেমন ছিল? সেইকথাই আলোচনা করলেন রণবীর সিং, জ্য়াকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় মিশ্রা, বরুণ শর্মা, জনি লিভাররা।

পুরোনো সেই দিনের কথা…. হ্যাঁ, ষা়টের দশকের কথা বলতে গিয়েই নস্টালজিক জনি লিভার,সঞ্জয় মিশ্রারা। জানালেন সেইসময় গুগল নয়, ছোটদের প্রশ্নের জবাব দিত তাঁদের দাদু-ঠাকুমারা। আর কী কী ঘটত? সেইসময় শুধুই খবর শোনা যেত, ব্রেকিং নিউজ নয়। সোশ্যাল মিডিয়া না থাকায়, সোশ্যাল মিডিয়া 'লাইক'-এর হিড়িক ছিল না। বরং বাবা-মা আমাদের কাছে অধিক গুরুত্ব পেত।

এই ছবির টিজারে রোহিত শেট্টির সুপারহিট ছবি ‘গোলমাল’-এর জনপ্রিয় সংলাপ ‘জলদি বাতা সুবাহ পানভেল নিকালনা হ্যায়’ আওড়াতে শোনা গেল মুকেশ তিওয়ারিকে। তবে কেন এই তাড়া? শেষমেষ রণবীর সিং ফাঁস করলেন আগামী ২রা ডিসেম্বর সামনে আসবে ‘সার্কাস'-এর টিজার।

এই ছবিতে রণবীরের দুই নায়িকা জ্যাকলিন এবং পূজা হেগড়ে। শুধু রণবীরই নন, ছবিতে দ্বৈত চরিত্রে থাকছেন বরুণ শর্মাও। টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, মুরলি শর্মা-র মতো একাধিক চরিত্রাভিনেতা রয়েছেন এই ছবিতে। বোঝাই যাচ্ছে জমে যাবে রোহিত শেট্টির ‘সার্কাস’। ক্রিসমাসের আবহে অর্থাৎ ২৪শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

এই প্রথম কোনও বলিউড ছবির অনুপ্রেরণা নয় ‘কমেডি অফ এররস’। এর আগে সঞ্জীব কুমারের ‘অঙ্গুর’, কিশোর কুমারের ‘দো দুনি চার’-এর মতো ছবিও শেক্সপিয়ারের এই নাটককে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে। রোহিত শেট্টির ছবিতে নয়া কী চমক থাকে, সেটাই দেখবার।

 

বন্ধ করুন