বাংলা নিউজ > বায়োস্কোপ > Cirkus trailer: কারেন্ট লাগল! ‘সাকার্স’-এ রণবীরের সঙ্গে ফাটিয়ে নাচলেন দীপিকা, বড় চমক রোহিতের

Cirkus trailer: কারেন্ট লাগল! ‘সাকার্স’-এ রণবীরের সঙ্গে ফাটিয়ে নাচলেন দীপিকা, বড় চমক রোহিতের

সাকার্সে আইটেম গার্ল দীপিকা

Cirkus trailer: প্রকাশ্যে রণবীর সিং-এর আসন্ন ছবি ‘সাকার্স’-এর ট্রেলার। সাড়ে তিন মিনিটের ট্রেলারের সবচেয়ে বড় চমক দীপিকা পাড়ুকোন! 

নির্ধারিত দিনে প্রকাশ্যে এল রণবীর সিং-এর আসন্ন ছবি ‘সাকার্স’-এর ট্রেলার। তবে সাড়ে তিন মিনিট লম্বা ট্রেলার জুড়ে বিদ্যুতের ঝটকা খেতে দেখা গিয়েছে রণবীর সিং-কে। কিন্তু আসল ঝটকা তো দর্শক খেল একদম শেষে! শুরু থেকেই দর্শক জানে, এই ছবিতে দ্বৈত চরিত্রে রণবীর আর তাঁর দুই নায়িকা পূজা হেগড়ে ও জ্যাকলিন ফার্নান্ডিজ। তবে ট্রেলারে আচমকাই দেখা মিলল দীপিকা পাড়ুকোনের। বরের সঙ্গে ‘কারেন্ট লাগা’ গানে ফাটিয়ে নাচলেন অভিনেত্রী। পরনে দক্ষিণী স্টাইলের গোলাপি রঙা সাবেকি পোশাক, দীপিকার রূপেই মুগ্ধ সকলে। হ্যাঁ, রোহিত শেট্টির এই কমেডি ছবিতে আইটেম গার্ল হিসাবে থাকছেন দীপিকা পাড়ুকোন।

ক্রিসমাসে মুক্তি পেতে চলা এই ছবিতে ষাটের দশকের নস্টালজিয়া উস্কে দিতে চলেছেন রোহিত শেট্টি। ছবিতে রণবীরের পাশাপাশি ডবল রোলে রয়েছেন বরুণ শর্মা। ট্রেলারে দেখা গেল রণবীরের একটা অদ্ভূত রোগ রয়েছে। থেকে থেকে কারেন্ট খান তিনি, এর জন্য কেউ থাকে ‘ইলেক্ট্রিক ম্যান’ তো কেউ ‘কুদরাত কা করিশ্মা’ বলে ডাকে। রাস্তাঘাটে লোকজন প্রায়ই রণবীর ও বরুণকে দেখে দাবি করেন, তাঁদের দেখে চেনা চেনা লাগছে। এই থেকেই শুরু যাবতীয় গোলমালের। নিজের ‘হামশকল’-এর অস্তিত্ব না জানায়, গার্লফ্রেন্ডরাও সম্পর্ক ভেঙে দেয় রণবীরের সঙ্গে। এই মহাফ্যাসাদ থেকে কী করে রেহাই মিলবে? কখন দেখা হবে দুই রণবীরের? সেই উত্তর মিলবে ২৩ শে ডিসেম্বর সিনেমা হলে।

‘দো দুনি চার’ (১৯৬৮) এবং ‘অঙ্গুর’ (১৯৮২) ছবি দ্বারা অনুপ্রাণিত রোহিত শেট্টির এই ছবি। পরিচালক রোহিত শেট্টির সঙ্গে এটা রণবীরের তিন নম্বর ছবি। এর আগে ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

রণবীরের ‘জয়েশভাই জোরদার’ বক্স অফিসে সেভাবে কামাল করতে পারেনি। সেই ব্যর্থতা ভুলে আপতত ‘সাকার্স’ নিয়ে ব্যস্ত রণবীর। এই ছবিতে রণবীর,বরুণদের পাশাপাশি থাকছেন একঝাঁক কমেডিয়ান। সঞ্জয় মিশ্রা, জনি লিভার, অশ্বিনী কালসেকার, মুকেশ তিওয়ারি, সিদ্ধার্থ যাদবদের দেখা মিলবে ‘সাকার্স’-এ।

 

বন্ধ করুন