বর্তমানে তিনি ভারতের চিফ জাস্টিস। কিন্তু কেরিয়ারের শুরুটা হয়েছিল অল ইন্ডিয়া রেডিয়োর প্রেজেন্টার হিসেবে। তাঁর সেই প্রথম অনুষ্ঠানের কথা মনে করে এদিন কী বললেন ডিওয়াই চন্দ্রচূড়?
কী জানালেন ডিওয়াই চন্দ্রচূড়?
সম্প্রতি অল ইন্ডিয়া রেডিয়োকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিফ জাস্টিস অব ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করেন। জানান সেই সময়কার কালজয়ী প্রেজেন্টারদের সঙ্গে তাঁর সমীকরণের কথা। জানালেন কারা তাঁর অনুপ্রেরণা ছিল।
আরও পড়ুন: বক্স অফিসে টেক্কা হিট করতেই মুম্বই পাড়ি দিলেন দেব! এবার কি বলিউডে ডেবিউ করবেন?
এদিন কথায় কথায় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় জানান তাঁর অন্যতম অনুপ্রেরণা ছিলেন দেবকী নন্দন পান্ডে। তাঁর বলা সেই আইকনিক কথা, 'এটা আকাশবাণী। আর আপনারা সংবাদ শুনুন দেবকী নন্দন পান্ডের থেকে' তাঁর আজও মনে আছে বলে জানান। এই ঘোষণা তাঁর ছোটবেলায় জীবনে দারুণ প্রভাব ফেলেছিল যে সেটা বলতেও ভোলেন না চিফ জাস্টিস।
এছাড়াও তিনি এদিন কথা প্রসঙ্গে পামেলা সিং, লতিকা রত্নম, প্রমুখের কথা বলেন, যাঁদের সংবাদ পাঠ আজও ডিওয়াই চন্দ্রচূড়ের মনে থেকে গেছে।
চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের মা যিনি কিনা একজন খ্যাতনামা ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী ছিলেন তিনি তাঁকে তাঁর স্কুল জীবনের সময় মুম্বইয়ের অল ইন্ডিয়া রেডিয়োর স্টুডিওতে নিয়ে যেতেন। সেখান থেকেই ধীরে ধীরে গোটা বিষয়ে আগ্রহ জন্মায় ডিওয়াই চন্দ্রচূড়ের। ১৯৭৫ সালে দিল্লি যাওয়ার পর তিনি আকাশবাণীতে অডিশন দেন এবং নির্বাচিত হন। এরপর তাঁর কেরিয়ার শুরু হয় এয়ার প্রেজেন্টার হিসেবে। শুরুর দিকে তিনি হিন্দি এবং ইংরেজি দুই বিষয়েই অনুষ্ঠান সঞ্চালনা করতেন।
যতদিন তিনি প্রেজেন্টার হিসেবে অল ইন্ডিয়া রেডিয়োতে ছিলেন ততদিন তিনি বিভিন্ন ধরনের শোয়ের সঞ্চালনা করেছেন, কখনও পশ্চিমী সঙ্গীত, কখনও অন্য কিছু। আর এসবের হাত ধরেই তাঁর সঙ্গে তাঁর শ্রোতাদের একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানান।