ঐশ্বর্য অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই মুম্বইয়ে নতুন সম্পত্তি কিনলেন অভিষেক বচ্চন। তিনি মুম্বইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে জানা গিয়েছে। বোম্বে টাইমসের মতে, অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন 'জলসা'-এর বেশ কাছাকাছি অবস্থিত। এই অ্যাপার্টমেন্ট থেকে জুহুর সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়। এক স্বনামধন্য নির্মাতা এই অ্যাপার্টমেন্টটি তৈরি করেছেন বলে খবর। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে।
বচ্চন পরিবার ইতিমধ্যেই জুহুতে বেশ কয়েকটি সম্পত্তি কিনেছে, যার মধ্যে পাঁচটি বাংলো, নতুন বাড়ি ও অন্যান্য অ্যাপার্টমেন্ট রয়েছে। অমিতাভ বচ্চনের এক ভক্ত তিনি জনপ্রিয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাঁর সঙ্গে বচ্চন পরিবারের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভিষেকের এই নতুন বিনিয়োগে তিনিও একজন ডেভেলপার।
আরও পড়ুন: ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? মুখ খুললেন বিগ বি
বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমারও এই একই অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছেন। বচ্চনদের মতো, অক্ষয়েরও জুহুতে বেশ কতগুলি রিয়েল এস্টেট রয়েছে, যার মধ্যে একটি একবারে সমুদ্র সৈকতের লাগোয়া। এই নতুন প্রকল্পে অক্ষয় এবং অভিষেক দু'জনই বিনিয়োগ করেছেন। তাঁদের এই বিনিয়োগ যে বিলাসবহুল বাড়িটির মান আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।
এর আগে অমিতাভ বচ্চন ওবেরয় স্কাই সিটিতে ৯.৭৫ কোটি টাকায় দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, অভিষেক একই প্রকল্পে ১৬ কোটি টাকায় ছয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। জুন মাসে অমিতাভ প্রায় ৬০ কোটি টাকায় মুম্বইয়ের বীর সাভারকার সিগনেচার বিল্ডিংয়ে তিনটি অফিসের ইউনিট কিনেছিলেন।
আরও পড়ুন: বাবার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে গরম পানীয়ে চুমুক সানির! ভিডিয়ো দেখে ববি বললেন…
কাজের সূত্রে, অভিষেককে 'হাউসফুল ৫'- এ দেখা যাবে। তিনি ছাড়াও ছবিতে অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রিতেশ দেশমুখ এবং চাঙ্কি পান্ডে মুখ্য ভূমিকায় রয়েছেন।
প্রসঙ্গত, ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন ও বচ্চন পরিবার। এখনও, তাঁদের সম্পর্কের বিষয়ে জল্পনা চলছে, বিশেষ করে ঐশ্বর্য জুলাই মাসে একটি রেড কার্পেট ইভেন্টে একা অংশগ্রহণ করার পর এই জল্পনা আরও বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানা অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। আলাদা ভাবে বচ্চন পরিবারকে আসতে দেখা গিয়েছিল। স্ত্রী মেয়ে নয়, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। প্রায় ১৭ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ঐশ্বর্য ও অভিষেক। প্রকাশ্যে এই গুঞ্জন নিয়ে এখনও কেউ কিছু মন্তব্য করেনি।