বাংলা নিউজ > বায়োস্কোপ > Mamata Banerjee: ‘মাইক ধরলেই ঠিক হয়ে যাবে…', পাবলিক ডিম্যান্ডে 'ধরা গলা'য় গান গাইলেন মমতা! অঞ্জলি অ্যালবাম প্রকাশ্যে

Mamata Banerjee: ‘মাইক ধরলেই ঠিক হয়ে যাবে…', পাবলিক ডিম্যান্ডে 'ধরা গলা'য় গান গাইলেন মমতা! অঞ্জলি অ্যালবাম প্রকাশ্যে

‘মাইক ধরলেই ঠিক হয়ে যাবে…', পাবলিক ডিম্যান্ডে 'ধরা গলা'য় গান গাইলেন মমতা!

Mamata Banerjee: ট্রেন্ড বজায় রেখে মহালয়ায় নিজের গানের অ্যালবাম নিয়ে হাজির মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের প্রতি ভালোবাসা কারুর অজানা নয়। শত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী গান লেখা ও সুর করার সময় বার করে নেন! মহালয়ার সন্ধ্য়াতেই সামনে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অঞ্জলি’। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বছরের পুজোর অ্যালবাম।

প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ করার পাশাপাশি নিজের গানের অ্যালবাম লঞ্চ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেই ট্রেন্ড বজায় থাকল এই বারেও। অ্যালবামে মোট দশটি গান রয়েছে। অ্যালবামের প্রথম গানটি এদিন নিজে গেয়ে শোনালেন মমতা।

'গলা ধরা' এই বলে শুরুতে মঞ্চে গান গাইতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নাছোড়বান্দা মন্ত্রী ইন্দ্রনীল সেন। বলেই ফেললেন, ‘দিদি হাতে মাইক ধরলেই সব গলা ঠিক হয়ে যাবে! মমতা বলেন, ‘আমার গলা বসা, সারাক্ষণ লেকচার দিয়ে বেড়াই। এটা অ্যাবলামের প্রথম গান, আমি দু-লাইন গাইব, বাদবাকিটা শ্রীরাধা গাইবে।’

কি-বোর্ডে সুর ছাড়াই গাইলেন মমতা। ‘আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লয়…..’, খালি গলাতেই গাইলেন দিদি। সাক্ষী থাকলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা। যদিও মমতার এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা। কেউ বিদ্রুপ করে লিখলেন, ‘কোকিল কন্ঠী পুরো’। কেউ আবার বলল, ‘উফ শ্রেয়া ঘোষাল লজ্জা পাবে’। তবে দিদির প্রশংসকের সংখ্যাও কম নেই। অনেকেই লিখেছেন, ‘দিদি তুমি সত্যিই অনন্যা। সবকিছুই করতে পারো’।

এবারের মমতর পুজো অ্যালবামে গলা মিলিয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো টলিপাড়ার নামীদামী শিল্পীরা। মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন নিজেই জানিয়েছেন সরকারি প্রকল্পের গান বাদ দিয়ে, তাঁর মোট ১৩০টি মৌলিক গান রয়েছে।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন পুজো কেন করব। আমরা মনে করি সবাইকে নিয়ে চলায় একটা প্রাণ আছে। অনেক বড় বড় পুজো কলকাতায় হয়৷ অনেক ভাল পুজো জেলায় হচ্ছে৷ পুলিশের সঙ্গে সমন্বয় রাখুন৷ প্রবীণ, শিশু ও মহিলাদের দিকে বেশি করে নজর রাখুন।’

 

বায়োস্কোপ খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.