এই বছর দু-দিন ব্যাপী সরস্বতী পুজো। রবিবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মগ্ন গোটা বাংলা। জ্ঞানের দেবী, বিদ্যার দেবীকে নিজেদের মতো করে পুজো করতে ব্যস্ত সকলে। তারকা থেকে আম জনতা সর্বত্র ধরা পড়েছে একই ছবি। আরও পড়ুন-বউয়ের হাত ধরে রাজ-শুভশ্রীর বাগদেবীর আরাধনায় আদৃত! আর কারা এল? জিভে জল আনা মেনুতে কী কী ছিল?
সরস্বতী পুজোর দিনে চমক রইল মুখ্যমন্ত্রীর তরফেও। বাংলার প্রিয় ‘দিদি’ এদিন সমাজমাধ্যমে ভাগ করে নিলেন মা সরস্বতীকে নিয়ে নিজের লেখা ও সুর করা গান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানটি গেয়েছেন বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী।
‘আজ বসন্ত পঞ্চমীতে যৌবন এসো নতুন স্রোতে….’, এই গানটি নিজের ভ্যারিফায়েড ফেসবুকের দেওয়ালে শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে… আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর পুণ্যলগ্নে বাগদেবীর আরাধনায় সামিল আপামর বাংলা। এই পবিত্র দিনে, আমার লেখা ও সুর দেওয়া একটি গান আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। গানটি গেয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রীমতী অদিতি মুন্সি। আমি আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে’।
হতাশা ভুলে নিজের লক্ষ্যে অবিচল থাকার কথা বলে এই গান। গানে গানে নতুন আবহন, নতুন চিন্তনের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ব্যস্ত কর্মকাণ্ডের ফাঁকেও নিজের শিল্পীসত্ত্বাকে সর্বদাই জিইয়ে রাখেন মুখ্যমন্ত্রী। গান লেখা ও সুর করা তাঁর নেশা। সমাজমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে এই গান।
এক নেটিজেন লেখেন, ‘সারাদিন এত কাজের মধ্যেও আপনার অসাধারণ প্রতিভা নমস্কার আপনাকে ভালো থাকবেন’। আরেকজন লেখেন, ‘অসাধারণ কথা ও সুর। অদিতি ম্যাডাম দারুণ গেয়েছেন।’
সরস্বতী পুজোর উচ্ছ্বাসের মাঝেই বিতর্কও রয়েছে। বেশ কয়েকদিন ধরেই বাগদেবীর বন্দনাকে ঘিরে বিতর্কে যোগেশচন্দ্র কলেজ। যে কলেজের ছাত্রী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সরস্বতী পুজোকে কেন্দ্র করে কয়েকদিন আগেই যোগেশচন্দ্র কলেজে অশান্তির খবর প্রকাশ্যে আসে। গত সপ্তাহে যোগেশচন্দ্র আইন কলেজের এক স্টুডেন্ট কলেজ চত্বরে সরস্বতীপুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযোগ, যে জায়গায় তাঁরা পুজো করে এসেছেন, তা দখল করেছে ডে কলেজ। অন্যদিকে ডে কলেজের দাবি, পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতেরা। এরপর হাইকোর্টের রায়ে পুলিশি তত্ত্বাবধানে পুজোর অনুমতি মিলেছে। গোটা ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী, যোগেশচন্দ্র কলেজ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্ট তলব করেছেন মমতা।