বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandhya Mukhopadhyay: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, SSKM থেকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে

Sandhya Mukhopadhyay: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, SSKM থেকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে

সন্ধ্যা মুখোপাধ্যায়।(ছবি সৌজন্যে - ফেসবুক)

 কোভিড রিপোর্ট পজিটিভ বর্ষীয়ান গায়িকার। 

 আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এদিন দুপুরে লেক গার্ডেন্সের বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। বর্ষীয়ান গায়িকার শরীরটা গত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না, রয়েছে ফুসফুসে সংক্রমণ। বুধবার রাত থেকে পরিস্থিতির অবনতি হয়, জ্বর বাড়ছিল। ছিল শ্বাসকষ্টও। গতকালই করোনা পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট পজিটিভ এসেছে। 

এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তড়িঘড়ি সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। করোনা রিপোর্ট পজিটিভ, ফুসফুসের সংক্রমণের পাশাপাশি হৃদযন্ত্রেও সমস্যা রয়েছেন ৯০-এর গণ্ডি পার করা গায়িতার। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে, এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে এসে জানান মুখ্যমন্ত্রী।

বিকেলে গীতশ্রীকে দেখতে হাসপাতালে যান মমতা। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সন্ধ্যাদি খুব অসুস্থ। মেয়ে এবং জামাই সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ো বোর্ড তৈরি হয়। তাঁদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। ওঁর হৃদযন্ত্রের একটি সমস্যা রয়েছে। ইতিমধ্যে অ্যাপোলের সঙ্গে কথা বলেছি আমি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের ধাক্কা তো রয়েইছে।’

 

বন্ধ করুন