আরজি কর ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানাননি নচিকেতা। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে প্রতিবাদের সরব হননি। এর জেরে ‘চটিচাটা’ কটাক্ষ জুটেছে গায়কের। সেই নিয়ে পালটা জবাবও দিয়েছেন গায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নচিকেতার সুসম্পর্কের কথা কারুর অজানা নয়। ২১ জুলাইয়ের মঞ্চ হোক বা কোনও অরাজনৈতিক মঞ্চ, দিদির ডাকে ছুটে আসেন নচিকেতা। আরও পড়ুন-প্রতিদিন প্রার্থনা করছি তিলোত্তমা যেন সুবিচার পায়… ১০০ বছরে মল্লিক বাড়িতে উৎসব হবে না তবে পুজো হবে: কোয়েল
মাস কয়েক আগেই মমতা সরকার ‘মহানায়ক’ সম্মানেও ভূষিত করেছেন নচিকেতাকে। সেই নিয়েও বিতর্কের ঝড়। আরজি কর ইস্যুতে বেশ চাপে মমতা সরকার। ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই মহালয়ার আগের দিনই শ্রীভূমির পুজো থুড়ি উৎসবের উদ্বোধন করে ফেললেন মুখ্যমন্ত্রী।
একদম অন্য মেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঞ্চে তাঁর পাশেই বসেছিলেন নচিকেতা। মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলে উঠেন, ‘এত অতিথি আছেন এখানে, প্রথম নামটা নচিকেতাকেই বলতেই হয়…যদিও নচিকে আমি নাচি নাচি বলি (ডাকি), এটা আমার ভিতরকার ব্যাপার….খুব ভালো গান গায় ও। অনেক গান গেয়েছে জীবনে, অনেক নাম করেছে। ওর মেয়েও খুব ভালো গান গায়। অনেক শুভেচ্ছা থাকল, আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গেয়েছে, শুনবেন নিশ্চয়।’
মমতার সঙ্গে স্নেহের সম্পর্ক নিয়ে মাস খানেক আগে জানিয়েছিলেন, ‘তার (মমতা) সঙ্গে একটা সখ্য হলো। সম্পর্কটা ভাই–বোনের হয়ে গেল। প্রচুর ঝগড়া করি আমরা। ওর বকুনিটাই একমাত্র শুনি। পৃথিবীতে আর কারওটা শুনি না।’
তখন দেখলাম, একা কিছু তো করা সম্ভব নয়। তাই তার সঙ্গে যুক্ত হলাম। বক্তৃতা দিলাম। তার সঙ্গে একটা সখ্য হলো। সম্পর্কটা ভাই–বোনের হয়ে গেল। প্রচুর ঝগড়া করি আমরা। ওর বকুনিটাই একমাত্র শুনি। পৃথিবীতে আর কারওটা শুনি না'।
এদিন শ্রীভূমির পুজোর উদ্বোধনে মঞ্চে দাঁড়িয়ে মমতা পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে সমালোচনার জবাব দেন। তিনি বলেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম শাস্ত্র এসব আমিও কিছুটা জানি…আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্য়মন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্য়ায় নন।'