Aiburobhat Bongaon Local: হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ানো হল বনগাঁ লোকালের কামরায়, মেনুতে চিংড়ি-মটন, কারা করল এত আয়োজন?
Updated: 07 Dec 2024, 06:18 PM ISTএকদম অভিনব এই আইবুড়ো ভাত দেখে নেটদুনিয়া চোখ স্থির। সহযাত্রীকে আইবুড়ো ভাত খাওয়ালেন সহযাত্রীরা। মেনুতে চিংড়ি-মটন। দেখুন-
বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেনের কামরাতে দেওয়া হল আইবুড়ো ভাত। হবু বর বাবাজিকে মাথায় টোপর পরিয়ে, গলায় মালা পরিয়ে, খাওয়ানো হল হরেক পদ। প্রায় ৪-৫ বছর ধরে একসঙ্গে যাতায়াত করছেন সকলে। আর তাই কোনো দাবি রেস্তোরাঁয় খাওয়ালেন না তাঁরা। বরং সকলে মিলে বেছে নিয়েছিলেন বনগাঁ লোকাল ট্রেনের কামরাটাই।
পরবর্তী ফটো গ্যালারি