বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: মেঠো সুরে ‘একলা চলো রে’, কোক স্টুডিয়ো বাংলার প্রথম গানেই গায়ে কাঁটা দিল বাঙালির

Video: মেঠো সুরে ‘একলা চলো রে’, কোক স্টুডিয়ো বাংলার প্রথম গানেই গায়ে কাঁটা দিল বাঙালির

কোক স্টুডিয়ো বাংলার প্রথম গানই হিট।

‘স্বর্গীয় অনুভূতি’, কোক স্টুডিয়ো বাংলার প্রথম গান শুনে অভিভূত নেটপাড়া। 

বাংলাভাষীদের জন্য খুশির খবর। বিশ্বব্যাপী সমাদৃত ‘কোক স্টুডিও’ এবার বাংলাতে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রথম গান ‘একলা চলো রে’। বাংলাদেশের শিল্পীদের গলায় শোনা যাচ্ছে গানটি। অংশগ্রহণ করেছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।

প্রথম সিজনে থাকছে মোট ১০টি গান। বাংলাদেশের ঢাকার একটি পাঁচতারা হোটেলে এর উদ্বোধন করে কোকা-কোলা বাংলাদেশ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। 

ভারত ও পাকিস্তানের তারকা শিল্পীদের নিয়ে এতদিন কাজ করে এসেছে কোক স্টুডিয়ো। এই প্রথম তারা পা রাখল বাংলাদেশে। জানুয়ারিতেই চলেছিল শ্যুটিংয়ের কাজ। তবে সবটাই খুব গোপন রাখা হয়েছিল। বাংলাদেশের ঢাকা-সহ পার্শবর্তী এলাকায় হয়েছে শ্যুট। বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ভবনের দ্বিতীয় তলার একটি স্টুডিয়োতেও কাজ হয়েছিল।

‘একলা চলো রে’ গানটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রবিঠাকুরের গানের ফিউশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। একটা মেঠো সুর যেন গানটিকে নতুন প্রাণ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের উৎসাহ ধরে রাখতে পারছেন না সেদেশের মানুষরা। ‘বিদেশ বিভূমে আরবের মরুর হাইওয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে গানগুলো শুনছি চরম ভালো লাগছে।’, ‘বাংলাদেশে এটা হচ্ছে জেনে খুবই আনন্দ লাগছে। গোটা বিশ্ব আমাদের গান শুনবে এর চেয়ে পরম আনন্দ আর কি আছে! অনুষ্ঠানটির জন্য আন্তরিক শুভকামনা...’।

বন্ধ করুন