বাংলা নিউজ > বায়োস্কোপ > Coke Studio Bangla: লালন-কবির মিলিয়ে দিল দুই বাংলাকে, কোক স্টুডিও বাংলার এই গান তুমুল ভাইরাল!

Coke Studio Bangla: লালন-কবির মিলিয়ে দিল দুই বাংলাকে, কোক স্টুডিও বাংলার এই গান তুমুল ভাইরাল!

কোক স্টুডিও বাংলার গান নজর কাড়ছে

লালন ও কবির দাসের গানের ফিউশনে বুঁদ দুই বাংলা,কোক স্টুডিও বাংলার এই গান শুনে ইতিমধ্যেই ফেলেছে ৪০ লাখেরও বেশি দর্শখ। 

কোক স্টুডিও-র অভিনব ক্রিয়েশনগুলি ভালোবাসে না এমন সংগীতপ্রেমী ভূ-ভারতে বিরল। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ তুঙ্গে থাকলেও সে দেশের কোক স্টুডিও-র গান ঝড় তোলে এদেশে। আলি শেঠির ‘পাসোরি’ গান শোনেনি ক'জন? ভারতেও বহু বছর ধরেই কোক স্টুডিও-র অনুষ্ঠান জনপ্রিয়। কিন্তু বাংলা শ্রোতাদের বরাবর আক্ষেপ ছিল, কেন বাংলায় কোক স্টুডিও হবে না?

সেই আক্ষেপ পূরণ হয়েছে মাস পাঁচেক আগেই। বাংলাদেশে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র সফর। কাঁটাতার পেরিয়ে বাংলা ভাষা আর সংগীতের হাত ধরে ফের এক দুই বাংলা। সুফি, ফোক, কাওয়ালি ও শাস্ত্রীয় সঙ্গীত- সবের মিশেলে জমজমাট ‘কোক স্টুডিও বাংলা’।

সম্প্রতি কোক স্টুডিও বাংলার ‘সক লোকে কয়’ গানটি তুমুল ভাইরাল ইন্টারনেটে। লালন সাঁই ও কবির দাস, এই দুই সাধক কবিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে বাংলার দুই তরুণ শিল্পী, কানিজ খন্দকার মিতু এবং মুর্শিদাবাদী-র কন্ঠে এই গান তুমুল সাড়া ফেলেছে।

‘সব লোকে কয়’ অংশটি গেয়েছেন কানিজ খন্দকার মিতু। অন্যদিকে ‘কবিরা কুয়া এক হ্যায়’ অংশটি গেয়েছেন মুর্শিদাবাদী। গানটি প্রযোজনা ও সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন শায়ান চৌধুরী অর্ণব।

বিশ্ব সংগীত দিবসে মুক্তি পেয়েছিল এই গান। তারপর থেকে ইউটিউবেও প্রায় ৪২ লক্ষ মানুষ দেখে ফেলেছে এই গান। দুই শিল্পীই জমিয়ে প্রশংসা কুড়োচ্ছেন। 

বন্ধ করুন