বাংলা নিউজ > বায়োস্কোপ > Haniya Aslam Passes Away: প্রয়াত কোক স্টুডিয়ো-খ্যাত পাকিস্তানি গায়িকা হানিয়া আসলাম, শোকপ্রকাশ নেটিজেনদের

Haniya Aslam Passes Away: প্রয়াত কোক স্টুডিয়ো-খ্যাত পাকিস্তানি গায়িকা হানিয়া আসলাম, শোকপ্রকাশ নেটিজেনদের

পাকিস্তানি সঙ্গীতশিল্পী হানিয়া আসলামের জীবনাবসান।

১১ আগস্ট, রবিবার হানিয়া আসলাম মারা যান। তাঁর গাওয়া গানের মধ্যে জনপ্রিয় ছিল ‘চল দিয়া’। কোক স্টুডি্য়ো তাঁকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। 

প্রয়াত পাকিস্তানি সঙ্গীতশিল্পী হানিয়া আসলাম। ১১ আগস্ট, রবিবার হানিয়া মারা যান। ইনস্টাগ্রামে জেব ওরফে জেব বঙ্গশ এই খবর নিশ্চিত করেছেন। সঙ্গীতশিল্পী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। হানিয়া ছিলেন জেবের খুরতুতো বোন এবং একসঙ্গে, তারা অবেক জাদুকরী সুর তৈরি করেছিল। বিশেষ করে কোক স্টুডিয়ো পাকিস্তানে তাঁদের গান মুগ্ধ করেছিল সকলকে। শো থেকে এই জুটির হিট গানের মধ্যে জনপ্রিয় ছিল ‘চল দিয়া’ গানটি।

সোমবার সকালে, জেব ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে লেখেন, ‘হানিনি’। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে গিয়ে সমবেদনা জানিয়েছেন। ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন – তিনি সর্বদা খুব মিষ্টি এবং উজ্জ্বল প্রতিভা সম্পন্ন ছিলেন। আপনার ক্ষতির জন্য খুব দুঃখিত এবং প্রার্থনা করি এই কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে শক্তি দিক।’

‘কী এক অপরিমেয় ক্ষতি! তিনি খুব প্রতিভাবান ছিলেন। আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন এবং আপনাকে এবং পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দৃঢ়ভাবে দান করুন’, লেখেন একজন। তৃতীয়জনের মন্তব্য, ‘জেব তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা। আপনার নাম চিরকাল আমার জন্য সঙ্গীত এবং স্মৃতিতে জড়িয়ে আছে। এত্ত ভালবাসা’।

হানিয়া আসলাম করাচিতে জন্মগ্রহণ করেন। ইউলিন ম্যাগাজিনের মতে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি কানাডায় তার অডিও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (AED) সম্পন্ন করেছেন। ‘আমি নিশ্চিত নই যে আমি সঙ্গীত অনুসরণ করতে শুরু করেছি নাকি সঙ্গীত আমাকে অনুসরণ করতে শুরু করেছে!’, তিনি ২০২০ সালে একটি সাক্ষাৎকারে আউটলেটকে বলেছিলেন।

‘আমি আমার গিটার বাজানোর দক্ষতার উপর শুরু করেছি এবং স্নাতক ডিগ্রির সময়ই গান লেখার চেষ্টা করতাম। ২০০১ সালে, চুপ গানটি, যেটি আমার চাচাতো ভাই জেব [বঙ্গ]-এর সহযোগিতায় ছিল, ভাইরাল হয়েছিল, যা জেবের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার দিকে পরিচালিত করেছিল। আমরা পাকিস্তানের সেরা সংগীতশিল্পীদের সঙ্গে আমাদের অ্যালবাম রেকর্ড করেছি, এবং এআর রহমানের সঙ্গেও কাজ করেছি’, আরও বলেছিলেন তিনি।

হানিয়া আসলামের মৃত্যু সংবাদ টুইটারে ভাগ করে নেন পাকিস্তানের হকি টিমের প্রাক্তন অধিনায়ক ফাসি জাকাও। তিনি লেখেন, ‘হানিয়া আসলাম প্রয়াত হয়েছেন। কী প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং দয়ালু আত্মা ছিলেন। তিনি শান্তিতে বিশ্রাম করুন। সত্যিই দুঃখজনক।’

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.