বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara: ‘আমাকেও গোলাপি রঙে…’, বউয়ের ছবিতে ‘দুষ্টু’ মন্তব্য সিদ্ধার্থের, মজা নিল ফ্যানেরা

Sidharth-Kiara: ‘আমাকেও গোলাপি রঙে…’, বউয়ের ছবিতে ‘দুষ্টু’ মন্তব্য সিদ্ধার্থের, মজা নিল ফ্যানেরা

কিয়ারার ছবিতে সিদ্ধার্থের মন্তব্য

Kiara Advani-Sidharth Malhotra: সিধ-কিয়ারার ‘গুলাবি’ ইশকে মজল নেটপাড়া! নবদম্পতির গদগদ প্রেম নিয়ে চর্চা সোশ্যালে। 

এতদিন ডুবে ডুবে জল খেয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের ‘লাভ স্টোরি’ সিক্রেট না হলেও প্রকাশ্যে প্রেমের কথা জাহির করেননি। কিন্তু এখন আর রাখঢাকের বালাই নেই! বিয়ের পর প্রকাশ্যেই মাখামাখি দুজনের। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ঘোর এখনও কাটেনি, অথচ পুরোদমে কাজে ফিরেছেন তাঁরা। একের পর এক ইভেন্ট, প্রোমোশন্যাল কাজে ধরা দিচ্ছেন এই তারকা দম্পতি। শনিবার ওম্যান'স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন মিসেস মালহোত্রা।

শনিবারের অনুষ্ঠানে পিঠখোলা গোলাপি পোশাকে হটনেসের ঝড় তুললেন কিয়ারা। সদ্য বিবাহিত এই সুন্দরীর বোল্ড লুকে ঘায়েল নেটপাড়া, তাহলে সিদ্ধার্থই বা পিছিয়ে থাকেন কি করে? গোলাপি ব্যাকলেস জাম্পস্যুটে কিয়ারার সেক্সি অবতারে মুগ্ধ তাঁর পতি পরমেশ্বর। এদিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আজ রাতে আমার মনে গোলাপি রঙ লেগেছে’। এই পোস্টের জবাবে সিদ্ধার্থ লেখে, ‘তাহলে আমাকেও আজ গোলাপি রঙে রাঙিয়ে দাও’। তারকা দম্পতির এই প্রেমালাপ দেখে বলতেই হচ্ছে জুটির মনে এখন ফাগুন লেগেছে! এই গদগদ প্রেম দেখে নেটিজেনরাও মুগ্ধ। একজন লেখেন, ‘একে বলে ইনস্টাগ্রামওয়ালা লাভ’। সিদ্ধার্থের অপর এক ভক্ত লেখেন, ‘আমাদের ছেলে তো পুরো রোম্যান্সে মজে, এটা কী ধরণের আচরণ?’

২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ই ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। গত মাসেই রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের প্রথম ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘অব হুমারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় (এখন আমরা স্থায়ী ভাবে পরস্পরের)। বিয়ের পর্ব মেটবার পর ১২ই ফেব্রুয়ারি মুম্বইয়ের সাত তারা হোটেল সেন্ট রেজিস হোটেলে বসেছিল জুটির বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন। সেখানে হাজির ছিলেন করিনা-করণ, অভিষেক, কাজল-অজয়, বিদ্যা বালান, রোহিত শেট্টি, সঞ্জয় লীলা বনশালি, ভিকি কৌশল, আলিয়া ভাটরা।

কিয়ারাকে আগামিতে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ঘরণীকে। শেষবার কিয়ারাকে পর্দায় দেখা গিয়েছে ‘গোবিন্দা মেরা নাম’-এ। অন্যদিকে সিদ্ধার্থের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ লিড চরিত্রে রয়েছেন অভিনেতা, এছাড়াও রয়েছে ‘যোদ্ধা’র মতো বহুচর্চিত প্রোজেক্ট।

বন্ধ করুন