বলিউডের মাদকযোগ নিয়ে গত কয়েকমাস ধরেই ততপর কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। শনিবার এই মামলা চাঞ্চল্যকর মোড় নেয়, যখন দেশের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়াকে গ্রেফতার করে এনসিবি। ভারতী সিংয়ের বাড়িতে রেইড চালিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে! যা নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। রবিবার গ্রেফতার ভারতীয় ও হর্ষকে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
ভারতী-হর্ষের বহু অনুরাগীর মতো ভারতী-হর্ষের বাড়িতে গাঁজা উদ্ধার ও তাঁদের গ্রেফতারির খবর চমকে দিয়েছে বিনোদুনিয়ার বহু মানুষজনকে। ভারতীয় সঙ্গে অতীতে বহুকাজ করেছেন রাজু শ্রীবাস্তব। তিনি শুরুর দিকে এই খবর সত্যি বলে বিশ্বাস করতে পারেননি।
আমি ওর সঙ্গে কমেডি সার্কাসে কাজ করেছি, তাছাড়া রাজু হাজির হো, গ্যাংস অফ হাসিপুরের মতো শো'তে আমরা সঙ্গী ছিলাম। ওকে দেখে কোনওদিন মনে হয়নি যে ড্রাগ নেয়। আমি তো ওঁদের বিয়েতেও গিয়েছি। আমি কৌতুহলী ছিলাম কীভাবে সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেকের মতো ওর বন্ধুরা সারারাত নাচানাচি করছে, চোখে ঘুম নেই, তারপর আবার পরদিন নাচাগানা চালাচ্ছে পুরোদমে। আমি ভেবেছিলাম এদের কী চোখে ঘুম নেই! ভেবেছিলাম ওদের বয়স কম তাই এতো এনার্জি। কিন্তু কোনওদিনই ভাবি নি এইসব কথা. যখন থেকে খবরটা এসেছে…!'
প্রথমে এই থবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন রাজু। তবে যখন বুঝলেন- না খবরটি মিথ্যা নয়, তখন রীতিমতো হচকিয়ে গিয়েছিলেন তিনি। ৫৬ বছর বয়সী এই কমেডিয়ান মনে করেন ড্রাগের মামলায় শুধু বলিউডকে নিশানায় আনা সমীচীন নয়।
তিনি বলেন- শুধু বলিউড নয়, অনান্য জায়গাতেও এই সমস্যা (ড্রাগ) রয়েছে। বড় বড় নেতারাও ড্রাগ নেন। এই সাফাই অভিযানটা সর্বত্র দরকার। ছোট ছোট শিল্পীদের গ্রেফতার না করে সাপ্লাই চেনটা বন্ধ করার উপর সরকারের জোর দেওয়া উচিত। বড় মাফিয়াদের ধরা উচিত, যারা এই কাজ চালাচ্ছে। ভারতীও দোষী তবে এগুলো আসছে কোথা থেকে? সেখানেই আসল বোমাটা সরকারের ফাটানো উচিত'।
এমনিতে ৮৬.৫ গ্রাম 'স্বল্প পরিমাণ' হিসেবে বিবেচিত হয়। তা রাখার জন্য সর্বাধিক ছ'মাস জেল বা ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। বা জেল ও জরিমানা দুটোই হতে পারে। বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সঙ্গে সঙ্গে ভারতী ও তাঁর স্বামী জামিনের আর্জি দাখিল করেছেন। সেই আবেদনের শুনানি হবে আজ।