খোঁচ পাওয়া যাচ্ছে না খ্যাতনামা কমেডিয়ান সুনীল পালের। জানা যাচ্ছে, বেশ অনেক ঘণ্টা ধরেই খোঁজ পাওয়া যাচ্ছে না এই জনপ্রিয় কৌতুক শিল্পীর। তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না। অগত্যা তাই পুলিশের দ্বারস্থ কৌতুকশিল্পীর স্ত্রী।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই মুম্বইয়ে সান্তাক্রুজ থানার দ্বারস্থ হয়েছেন কৌতুর শিল্পীর বউ সরিতা পাল। পুলিশ সূত্রে খবর, শো করতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন সুনীল পাল। মঙ্গলবারই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। তবে তিনি ফেরেননি। তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগও করা যাচ্ছে না। অগত্যা তাই পুরো বিষয়টি পুলিশকে জানাতে বাধ্য হন তাঁর স্ত্রী সরিতা।
আরও পড়ুন- অসুস্থ, রূপঙ্করের জন্মদিনেই হাসপাতালে ভর্তি গায়কের স্ত্রী , কী হয়েছে চৈতালী লাহিড়ির?
ইতিমধ্যেই মুম্বই পুলিশ সুনীল পালের খোঁজ খবর শুরু করেছে। শিল্পীর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তিনি ঠিক কোথায় শো করতে গিয়েছিলেন? সেই শোয়ের আয়োজক কারা সবটাই জানার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ। যদিও এই ঘটনায় কমেডিয়ানের স্ত্রীর তরফে এখনও লিখিত ভাবে মিসিং ডায়েরি করা হয়নি বলেই জানা যাচ্ছে।
সুনীল পাল ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' জেতার মাধ্যমে স্বীকৃতি পান। তাঁর স্ট্যান্ড-আপ রুটিন ছাড়াও, সুনীল পাল হাম তুম (২০০৪) এবং ফির হেরা ফেরি (২০০৬) এর মতো বলিউড ছবিতে ছোট ছোট ভূমিকায় অভিনয় করেছেন।
এর আগে ২০১৭ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল পাল দাবি করেছিলেন যে বিখ্যাত বলিউড পরিচালক আনিস বাজমি (যিনি সম্প্রতি ভুল ভুলাইয়া ৩ পরিচালনা করেছেন) তাঁর অনুরোধ করা একটি অভিনয়ের জন্য তাঁকে টাকা দিতে অস্বীকার করেছিলেন। তিনি বলেন, ‘বিভিন্ন প্রযোজকদের কাছে আমার প্রায় ২০-২৫ লাখ টাকা বাজারে আটকে আছে। এদেশের বিনোদন দুনিয়ায় প্রযোজকদের দেরিতে টাকা টাকা দেওয়ার ঘটনা খুবই সাধারণ। তবু, আমরা, শিল্পী হিসাবে, বুঝতে পারি যে একজন প্রযোজক সত্যিই সম্পদ। তবে, যখন আনিস-এর মতো একজন প্রযোজক - যিনি কোটি টাকায় কাজ করেন - তিনি যখন এমন আচরণ করেন, তা ক্ষমার যোগ্য নয়।’