তন্ময় ভাটের সাম্প্রতিক ছবি অবাক করেছে সকলকে। চোখে পড়ার মতো ওজন কমিয়েছেন এই কমেডিয়ান। ইতিমধ্যেই তাঁর এই চেহারার পরিবর্তন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
একজন এক্স (আগের টুইটার) ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তন্ময় ভাই, ডায়েট বলো তোমার প্লিজ। এত বদল চেহারাতে। পুনশ্চঃ- আপনাকে এখানে করণ জোহরের মতো লাগছে।’ ছবিতে দেখা যাচ্ছে, শার্ট ও ডেনিম পরিহিত এই কমেডিয়ান তার ফোনের দিকে তাকিয়ে হাসছেন।
তন্ময় অবশ্য এরপর নিজেই ভাগ করে নেন তাঁর এই ওয়েটলস জার্নি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি শেয়ার করে, প্রকাশ করেছিলেন যে কীভাবে তিনি এই অবিশ্বাস্য ওয়েটলসটি করেছেন।

এখানে দেখুন তাঁর রূপান্তর অবিশ্বাস্য ছবি:
প্রায় ৯৪,০০০ ভিউ সহ শেয়ারটিতে প্রায় ১,৯০০ লাইক পড়েছে। পোস্টটিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য পোস্ট করেছেন।
কীভাবে ওজন কমালেন তন্ময় ভাট?
কমেডিয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘অগস্ট একটা দুর্দান্ত মাস ছিল। দ্রুত ওজন কমতে দেখলাম, এই কয়েকমাসের মধ্যে। বলা ভালো সেরকম ওয়ার্কআউট করিনি।’ সঙ্গে জানান, অগস্ট মাসে কার্ডিয়োতেই জোর দিয়েছেন তিনি। কোনও ধরনের ওয়েট ট্রেনিং করিনি।
সঙ্গে এই অগস্ট মাসে নিজের ওয়ার্কআউটে যে বদল তিনি এনেছেন, ‘ফাস্টেড কার্ডিয়োতে এখন আমি দুর্দান্ত। আর রোজকার ওয়ার্কআউটের সঙ্গে যোগার ২টো সেশন মাস্ট।’
তন্ময় ভাট প্রসঙ্গে
আরডি ন্যাশনাল কলেজ থেকে বিজ্ঞাপনে স্নাতক ডিগ্রি অর্জন করেন ইউটিউবার ও কমেডিয়ান তন্ময় ভাট। এর পরপরই তিনি এআইবি প্রতিষ্ঠা করেন এবং সিইও পদে অধিষ্ঠিত হন।
কিছুদিন আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৬৫ কোটি টাকা বলে একটি পোস্ট ভাইরাল হয়েছিল। এই শেয়ার সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় তুলেছে। কমেডিয়ান অবশ্য ভাইরাল পোস্টটি নিয়ে নিজেই মস্করায় মেতেছিলেন। গুজব উড়িয়ে দিয়ে লিখেছিলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই সংখ্যাটি অবাস্তব - অন্তত আমার জন্য নয়।’
তন্ময় ভাটের অবিশ্বাস্য রূপান্তর সম্পর্কে আপনার মতামত কী?