বাংলা নিউজ > বায়োস্কোপ > Singham Again: ফের রোহিতের কপ ইউনিভার্সের অংশ হবেন অজয়, পরবেন খাকি ইউনিফর্ম, আসছে ‘সিংঘম এগেইন'

Singham Again: ফের রোহিতের কপ ইউনিভার্সের অংশ হবেন অজয়, পরবেন খাকি ইউনিফর্ম, আসছে ‘সিংঘম এগেইন'

আসছে ‘সিংঘম এগেইন'

Ajay Devgan: আসন্ন সিনেমা ‘ভোলা’র শ্যুটিং শেষ করেই ফের একবার পুলিশের ইউনিফর্ম গায়ে চড়াবেন অজয় দেবগণ। পরিচালক রোহিক শেট্টির সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজির জন্য় কাজ করবেন তিনি। নতুন এই ছবির নাম হবে ‘সিংঘম এগেইন’।

বড় পর্দায় ফের একবার ‘সিংঘম’ হয়ে ধরা দেবেন অভিনেতা অজয় দেবগণ। পরিচালক রোহিক শেট্টির সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজির জন্য় কাজ করবেন তিনি। নতুন এই ছবির নাম হবে ‘সিংঘম এগেইন’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এ বিষয় অনুমোদন দিয়েছেন। আসন্ন সিনেমা ‘ভোলা’র শ্যুটিং শেষ করেই ফের একবার পুলিশের ইউনিফর্ম গায়ে চড়াবেন অজয় দেবগণ।

অজয় এর আগেও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ হিসাবে ‘সিংঘম’ এবং ‘সিংঘম ২’ ছবিতে কাজ করেছেন। সিংঘম ছিল হরি গোপালকৃষ্ণান পরিচালিত একই নামের ২০১০ সালের এক তামিল সিনেমার রিমেক।

আরও পড়ুন: মোটে ৫৫ দিন! ‘পাঠান’ আসছে, তাই পোস্টার দেখিয়ে কী করতে বললেন শাহরুখ

‘সিংঘম এগেইন’ ছবির কথা ঘোষণা করে টুইট করেছেন তরণ আদর্শ। তিনি লিখেছেন, 'এক্সক্লুসিভ… অজয় ​​দেবগণ-রোহিত শেট্টি 'সিংঘম এগেইন'-এর জন্য এক হচ্ছেন। বড় খবর... এখন পর্যন্ত সবচেয়ে সফল জুটিগুলির মধ্যে একটি- অজয় দেবগণ এবং পরিচালক রোহিত শেট্টি- আবারও একত্রিত হচ্ছেন... সিংঘম এগেইন-এর জন্য। ভোলা-র কাজ শেষ করেই এটা নিয়ে এগোবেন অজয়।'

আসছে ‘সিংঘম এগেইন’
আসছে ‘সিংঘম এগেইন’

সম্প্রতি আসন্ন সিনেমা ‘ভোলা’-এর টিজার নেটমাধ্যমে শেয়ার করেছেন অজয় দেবগণ। তিনিই ছবির পরিচালক এবং নিজে অভিনয়ও করেছেন। ভোলা হল ২০১৯ সালের তামিল সুপারহিট কাইথির অফিসিয়াল হিন্দি রিমেক। এতে অজয় ​​দেবগণের পাশাপাশি রয়েছেন টাবু। বর্তমানে, অজয় ​​'দৃশ্যম ২'-এর সাফল্যে ভাসছেন।

বন্ধ করুন