'দলের অন্দরেও ফিল্ম ইন্ডাস্ট্রির মতো কাস্টিং কাউচ কালচার রয়েছে'। এমনই বিস্ফোরক অভিযোগের পর দলীয় সদস্য সিমি রোজবেলকে বহিষ্কার করল কেরালা কংগ্রেস। রবিবার সিমিকে বহিষ্কারের কথা জানান, কেরালা কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ। প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দলের অন্দরেও কাস্টিং কাউচ রয়েছে বলে মন্তব্য করেছিলেন সিমি।
সিমি রোজবেলকে বহিষ্কারের পর কেরালা কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্য। প্রতিপক্ষের দলের সঙ্গে যোগসাজশ করে করা। কংগ্রেসের লক্ষ লক্ষ মহিলা নেতা ও কর্মীদের মানসিকভাবে হয়রানি এবং মানহানি করার লক্ষ্যে এটা করা হয়েছে।'
প্রসঙ্গত, এর্নাকুলামের সদ্য বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী সিমি রোজবেল শনিবার আরও দাবি করেছিলেন ‘যে দলের অন্দরে সুযোগ পেতে মহিলাদের শোষণের মুখোমুখি হতে হয়।’ রোজবেল বিরোধী নেতা ভিডি সাতীসন সহ কংগ্রেসের অনেক নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। জোর দিয়েছিলেন যে শুধুমাত্র পুরুষ নেতাদের 'প্রভাবিত' করার মাধ্যমে মহিলারা উল্লেখযোগ্য পদে পেতে পারে। দলে প্রায়শই প্রতিভা এবং অভিজ্ঞতার মানকে এড়িয়ে যাওয়া হয়।
এদিকে তাঁর বিরুদ্ধে সিমির অভিযোগ প্রসঙ্গে বিরোধী নেতা, ভিডি সতীসনও রোজবেলের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে সীতাসন বলেন, ‘আমরা ওকে সমর্থন করেছি। তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) পদে ছিলেন’।
এদিকে দল থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় সিমি রোজবেল বলেন, যে নারীদের মর্যাদা ও অহংকার আছে তারা এই দলে কাজ করতে পারবেন না। তাঁর কথায়, ‘যে অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ তাঁদের কাছে থাকলে তা সামনে আনা উচিত। যে নারীদের মর্যাদা, অহংকার ও আভিজাত্য আছে তাঁরা এই দলে কাজ করতে পারবেন না,’ বলেন তিনি।
তবে মহিলা কংগ্রেসও সিমি রোজবেলের অভিযোগ অস্বীকার করে, তাঁর আনা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে শোরগোল পরার পরই রাজনৈতিক দলে কাস্টিং কাউচের অভিযোগ আনেন সদ্য বহিষ্কৃৃত কেরালার কংগ্রেস নেত্রী সিমি রোজবেল।