আজ তিনি মৃত্যু শয্যায়। ‘দয়া করে একটিবার ওঁর সঙ্গে দেখা করুন’। শাহরুখে কাছে কাতর আর্তি জানালেন কংগ্রেস নেত্রী জরিতা লেতফলাং। কিন্তু কাকে দেখতে যাওয়ার জন্য এই আবেদন করেছেন কংগ্রেস নেত্রী?
ইনি আর কেউ নন, কিং খানের শিক্ষাগুরু, মেন্টর, আদর্শ ভাই এরিক ডি'সুজা। ইনি সেই মানুষ, যিনি শাহরুখকে 'বাদশা' হওয়ার আগে থেকে চেনেন। একসময় প্রতিপদে শাহরুখকে গাইড করেছেন এই এরিক ডি'সুজা। আজ তিনি অসুস্থ। একসময় 'জিনা ইসিকা নাম হ্যায়' শোয়ে এসে শাহরুখ নিজেই বলেছিলেন, ‘যদি কাউকে তিনি নিজের আদর্শ বলে মনে করেন, তিনি এরিক ডি'সুজা।’
শাহরুখকে উদ্দেশ্য করে একটা টুইটে কংগ্রেস নেত্রী জরিতা লেতফলাং লেখেন, ‘মিস্টার শাহরুখ, এটাই হয়ত আপনার কাছে শেষ অনুরোধ। আমার বিনীত আবেদন, দয়া করে কয়েক মিনিট সময় দিন, তাঁর সঙ্গে দেখা করার জন্য। গোয়া থেকে মুম্বই খুব বেশি দূরে নয়। মাত্র এক ঘণ্টার ফ্লাইট... তাঁর স্বাস্থ্যের সত্যিই অবনতি হচ্ছে এবং তিনি আর কথা বলতে পারছেন না। তাঁর অসুস্থ হৃদয়কে সান্তনা দেওয়ার এটাই প্রচেষ্টা। দাসু (এরিককে ভালোবেসে এই নামে ডাকা হয়) আমাদের সকলের জীবনে একটা অদম্য চিহ্ন রেখে গিয়েছেন। মূল্যবোধ জাগিয়ে তোলার প্রতি তার অটল অঙ্গীকার-ই আজ আমাদের গঠন করেছে। আপনার তাঁর কাছে আসার অর্থ। তাঁর অন্ধকার সময়ে আশার একটু আলো।’এ
এখানেই শেষ নয়, কংগ্রেস নেত্রী টিভি শো জিনা ইসি কা নাম হ্যায়-এর পুরানো একটা শেয়ার করেছেন। যেখানে এরিক এবং শাহরুখকে দেখা গিয়েছে। ক্লিপটিতে একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর দুজনেই দুজনকে জড়িয়ে ধরেন।
জরিতা লেতফলাং লিখেছেন, ‘যাঁরা সন্দেহ করতে পারেন, তাঁদের জন্য এই ভিডিয়োটি শেয়ার করছি। যাতে কোনও অনিশ্চয়তা দূর হয়। যাঁরা ভাবছেন যে কেন এই দেখাকরা গুরুত্বপূর্ণ, তাঁরা এটা বুঝতে পারবেন ভাই এরিক তাঁর কাছে কোনও অপরিচিত ব্যক্তি ছিলেন না। তিনি শাহরুখের একজন পরামর্শদাতা, পথপ্রদর্শক ছিলেন। আমি আমার পরামর্শদাতার সম্মানে এটা করি, যাতে তিনি তাঁদের বন্ধনকে লালন করা হয়েছে জেনে শান্তি পেতে পারেন। আরও সুখী জায়গায় চলে যেতে পারেন।’ ভিডিয়োতে শাহরুখকে এরিকের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, ‘যদি বাবা-মায়ের পরে আমার কাছে কেউ থাকেন, তাহলে সেটা উনি…’।
এদিকে কংগ্রেস নেত্রী জরিতা লেতফলাং-এর ভিডিয়োর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউকেউ বলছেন, শাহরুখ হঠাৎ করে এভাবে কারো সঙ্গে দেখা করতে কেন যাবেন? কারো কথায়, ‘শাহরুখের অবশ্যই দেখা করতে যাওয়া উচিত।’ এখন সত্যিই শাহরুখ এরিক ডি’সুজার সঙ্গে দেখা করতে যান কিনা সেটাই দেখার।